শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

নাসীরুদ্দীন পাটওয়ারী

শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২৪, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:০৭, ৯ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি

শাপলা প্রতীক ছাড়া দলীয় নিবন্ধন নেবে না বলে নির্বাচন কমিশনকে (ইসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না এবং শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না। আমরা শাপলার অবস্থানেই রয়েছি।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল। দলের নেতৃত্বে ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। কিন্তু আড়াই ঘণ্টার ওই বৈঠকেও শাপলা প্রতীক নিয়ে কোনো সমাধান হয়নি।

বৈঠক শেষে সাংবাদিকদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, কিন্তু তারা এখনো কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আমরা মনে করছি প্রতীক প্রশ্নে তাদের ওপর অন্য কিছু বিরাজ করছে, অথবা কোনো ষড়যন্ত্র চলছে।”

এনসিপির এই নেতা বলেন, “এই মাস পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি না, তবে এই প্রতিষ্ঠান যদি নিয়মমাফিক না চলে, ফেয়ার জাস্টিস যদি না হয়, নথি যদি হারিয়ে যায় বা টাকার বিনিময়ে চলে যায়—তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে মৃত্যু হলেও আমরা প্রস্তুত।”

শাপলা প্রতীক ইস্যুতে ইসির ব্যাখ্যা দাবি করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “শাপলা না দেওয়ার বিষয়ে আমরা আবারও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি। জানতে চেয়েছি—কোনো মহল কি ইসিকে এ বিষয়ে বাধা দিচ্ছে? কিন্তু শাপলা না দেওয়ার বিষয়ে আইনি ও রাজনৈতিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি ইসি। এতে কমিশনের অসৎ উদ্দেশ্য স্পষ্ট।”

সিইসির সঙ্গে বৈঠকে নির্বাচনী প্রতীকের তালিকা থেকে ধান–পাট–তারকা বাদ দেওয়ার দাবি জানান এনসিপির এই নেতা। তিনি জানান, এনসিপিকে প্রতীক না দিলে প্রতীকের তালিকা থেকে ধান, পাট, তারকা প্রতীকও বাদ দিতে হবে।

বৈঠকে এনসিপি এমন অভিযোগও করে, বাংলাদেশ জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন তালিকায় রাখা হয়েছে, যাদের “কার্যক্রম, অফিসের ঠিকানা বা গঠনতন্ত্র কিছুই নেই”।

ভোটার তালিকা নিয়ে এনসিপির প্রতিনিধি দল প্রস্তাব করেছে, ৩১ অক্টোবর নয়, নির্বাচনের দিন পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন