বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

বিএনপি মহাসচিব-ইইউ দূত বৈঠকে নির্বাচনসহ নানা প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:০৩, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৫০, ৯ অক্টোবর ২০২৫

বিএনপি মহাসচিব-ইইউ দূত বৈঠকে নির্বাচনসহ নানা প্রসঙ্গ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: বিএনপির মিডিয়া সেল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এক ঘণ্টাব্যাপী বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচন কমিশনের ভূমিকা ও ব্যবসা-বাণিজ্যসহ দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সবার মধ্যে আলোচনা রয়েছে—এই প্রসঙ্গেই দীর্ঘ আলোচনা হয়।”

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন এ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধে তারা ইতিমধ্যে সে বিষয়ে প্রস্তুতি নিয়েছে। “বাংলাদেশে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হোক—ইইউ সেই প্রত্যাশা করছে,” বলেন খসরু।

তিনি আরও বলেন, “বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদ, বিচারব্যবস্থা ও সুশাসনের প্রতিটি ক্ষেত্রে ইইউ সহযোগিতা করতে চায়। তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও রাষ্ট্রদূত জানিয়েছেন।”

খসরু জানান, গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ ও রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধারের বিষয়েও উভয়পক্ষ আলোচনা করেছে। “গণতন্ত্র কার্যকর রাখতে যে মূল্যবোধগুলো প্রয়োজন, সেগুলো পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে—আমরা সে বিষয়ে ইইউ’র সমর্থন আশা করছি,” বলেন তিনি।

নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে আমির খসরু বলেন, “নির্বাচনের মাত্র তিন মাস বাকি। এখন থেকে নির্বাচন কমিশনকে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। সরকারের সিদ্ধান্ত যদি নির্বাচনকে প্রভাবিত করে, তবে তা কমিশনের নজরে আনা জরুরি।”

এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। খসরু বলেন, “ইইউ বাংলাদেশের রপ্তানির জন্য ডিউটি ফ্রি মার্কেট অ্যাকসেস অব্যাহত রাখতে চায়। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার আগ্রহ তাদের রয়েছে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের এই বৈঠককে কূটনৈতিক মহল আগামী নির্বাচনের প্রাক্কালে গুরুত্বপূর্ণ সংলাপ হিসেবে দেখছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দলের গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন: কমিশনের সুপারিশে ‘জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই’
ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ফখরুলের অভিযোগ- ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়া প্রতারণা
ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল, থাকছে নভেম্বরে গণভোটের দাবি
গণভোট দেরি হলে নির্বাচন পেছানোর আশঙ্কা: পরওয়ার
নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক দলের জন্য ৭ কঠোর নির্দেশনা
মেট্রোরেল দুর্ঘটনা: ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের রুল
এলএসি নিয়ে ইতিবাচক আলোচনায় ভারত-চীন
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবিতে পঞ্চম দিনের শুনানি চলছে
তিন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা শোকজ নয়, তথ্য চাওয়া হয়েছে
স্বর্ণের দামে বড় পতন এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
পররাষ্ট্র উপদেষ্টা অবাক হলেন ভারতের পররাষ্ট্রসচিবকে পাল্টা প্রশ্ন না করায়
১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের