বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ইন্দোনেশিয়ায় নারী সংগঠনের সংসদ ঘেরাও: দমন-পীড়নে নিহত ১০, ‘উদ্বেগজনক’ বলছে অ্যামনেস্টি

প্রকাশ: ১৩:০৬, ৩ সেপ্টেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় নারী সংগঠনের সংসদ ঘেরাও: দমন-পীড়নে নিহত ১০, ‘উদ্বেগজনক’ বলছে অ্যামনেস্টি

সমাজকাল ডেস্ক

ইন্দোনেশিয়ায় টানা সহিংস বিক্ষোভের মধ্যে বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়েছেন প্রায় ৩০০ নারী অধিকারকর্মী। ইন্দোনেশিয়ান উইমেনস অ্যালায়েন্স (এপিআই)-এর ব্যানারে সংগঠিত এ সমাবেশে তারা সেনা প্রত্যাহার, দমন-পীড়ন বন্ধ এবং রাষ্ট্রীয় সহিংসতার অবসান দাবি করেন।

কেন শুরু হলো বিক্ষোভ?

গত ২৮ আগস্ট জাকার্তায় এক মোটরসাইকেল ট্যাক্সিচালককে পুলিশ বাহিনীর সাঁজোয়া গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকেই নিম্ন মজুরি, কর বৃদ্ধি এবং এমপিদের ভাতা বৃদ্ধির মতো ইস্যু ঘিরে আন্দোলন তীব্র হয়।

সরকারের প্রতিক্রিয়া

প্রতিবাদ মোকাবিলায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সেনা ও পুলিশকে ‘দাঙ্গা ও লুটপাট’ দমন করতে নির্দেশ দেন। একইসঙ্গে সংসদ সদস্যদের সুবিধা বৃদ্ধির পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন তিনি। তবে আন্দোলন আরও ছড়িয়ে পড়ছে দেশজুড়ে।

সহিংসতার চিত্র

কেবল গত মঙ্গলবারেই বান্দুং শহরের দুটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে নতুন করে আরও প্রাণহানি ঘটে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন নিহত হয়েছে এবং সরকারী দমন-পীড়নের মাত্রা ‘অত্যন্ত উদ্বেগজনক’।

নারী অধিকারকর্মীদের দাবি

সংসদের সামনে সমবেত নারীরা বলেন, সেনাদের নাগরিক নিরাপত্তা কাজে লাগানো গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করছে। তারা অবিলম্বে সেনা প্রত্যাহার এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিতে সরকারকে আহ্বান জানান।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু