জাকসু নির্বাচন
৩৩ বছর পর আজ ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৮, ১১ সেপ্টেম্বর ২০২৫

আজ বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি ১০টি মেয়েদের হল এবং ১১টি ছেলেদের হল সংসদের জন্যও ভোটগ্রহণ হবে।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে এবার সবগুলো আবাসিক হলে কেন্দ্রীয় ও হল সংসদের ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০ হল মিলে মোট ২১ ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২২৪ টি বুথ।
জাকসুতে এবার নবম বারের মত ভোট হচ্ছে। এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে।
মোট ভোটার ১১৮৪৩, ভোটকেন্দ্র: ২১
এবার জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৪৩ জন। তাদের মধ্যে ছাত্রী ভোটার ৫৭২৮ জন
ও ছাত্র ভোটার ৬১১৫ জন।
জাকসু নির্বাচনে মোট ভোটকেন্দ্র: ২১টি।
একজন ভোটার ভোট দেবেন ৪০টি করে- কেন্দ্রীয় সংসদে ২৫টি, হল সংসদে ১৫টি পদে।
প্রার্থী ১৭৮, পদ ২৫
এবারের জাকসু নির্বাচনে মোট প্রার্থী ১৭৮ জন। তাদের মধ্যে ছাত্র প্রার্থী ১৩২ জন ও ছাত্রী প্রার্থী ৪৬ জন। নির্বাচনে মোট পদের সংখ্যা ২৫টি।
ভিপি ও জিএস প্রার্থী ৯ জন করে
এবারের জাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস):পদে লড়ছেন: নয়জন করে।
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন, যুগ্ম-সাধারণ সম্পাদক (ছাত্র) ১০ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক: নয়জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ছয়জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: আটজন, সাংস্কৃতিক সম্পাদক আটজন, নাট্য সম্পাদক পাঁচজন, ক্রীড়া সম্পাদক তিনজন, সহক্রীড়া সম্পাদক (ছাত্রী) ছয়জন, সহক্রীড়া সম্পাদক (ছাত্র) ছয়জন, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাকার সম্পাদক সাতজন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আটজন,
সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (ছাত্রী) সাতজন, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (ছাত্র) সাতজন, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক সাতজন ও পরিহন ও যোগাযোগ সম্পাদক পদে লড়ছেন সাতজন।
এছাড়া কার্যকরী সদস্য (ছাত্রী) পদে ১৬ জন ও
কার্যকরী সদস্য (ছাত্র) পদে ২৬ জন লড়ছেন।
হল সংসদে পদ ২১ , প্রার্থী ৩১৫
জাকসু নির্বাচনে হল সংসদের সংখ্যা ২১টি। প্রতিটি হলে ১৫ টি পদ হিসেবে হল সংসদের মোট পদ ৩১৫টি। এই ২১ হলে মোট প্রার্থী- ৪৪৭ জন।এর মধ্যে ১১টি ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৩১৬ জন ও ১০ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৩১ জন।
সর্বোচ্চ প্রার্থী নজরুল হলে ৫৫
জাকসু নির্বাচনে এবার সবচেয়ে বেশি প্রার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৫৫ জন।
এরপর ১৩ নম্বর ছাত্রী হলে ছয়জন, ১৫ নম্বর ছাত্রী হলে ১৯ জন, নওয়াব ফয়জুন্নেসা হলে ছয়জন, প্রীতিলতা হলে ১৩ জন, ফজিলতুন্নেসা হলে ১৫ জন, বীরপ্রতীক তারামন বিবি হলে ১৮ জন, বেগম খালেদা জিয়া হলে ১১ জন, বেগম সুফিয়া কামাল হললে ১০ জন, রোকেয়া হলে ১৭ জন, জাহানারা ইমাম হলে ১৬ জন, আল বেরুনী হলে ১৭ জন, ১০ নম্বর ছাত্র হলে ২৯ জন, ২১ নম্বর ছাত্র হলে ৩০ জন, আ ফ ম কামাল উদ্দিন হলে ২২ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ১৮ জন, মওলানা ভাসানী হলে ২৭ জন, মীর মশাররফ হোসেন হলে ২৮ জন, শহীদ রফিক-জব্বার হলে ২৭ জন, শহীদ সালাম-বরকত হলে ১৯ জন ও শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৪৪ জন প্রার্থী ভোটে লড়ছেন।
বেশি ভোটার নজরুল হলে ৯৯২, কম আল বেরুনীতে ২১০
এবার জাকসু নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৯৯২ জন ও কম আল বেরুনী হলে ২১০ জন।
এরপর ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫, আ ফ ম কামাল উদ্দিন হলে ৩৩৩, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০, মওলানা ভাসানী হলে ৫১৪, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০, শহীদ সালাম-বরকত হলে ৩৯৮, শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১, নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯, প্রীতিলতা হলে ৩৯৬, ফজিলতুন্নেসা হলে ৭৯৮, বীরপ্রতীক তারামন বিবি হলে ৯৮৩, বেগম খালেদা জিয়া হলে ৪০৩, বেগম সুফিয়া কামাল হলে ৪৫৬, রোকেয়া হলে ৯৫৬, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন ভোটার।