বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

নারীদের জন্য ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৪, ৩১ আগস্ট ২০২৫

নারীদের জন্য ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন দাবি

জাতীয় সংসদে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি তুলেছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম । আজ (৩১আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিটি রাজনৈতিক দলে অন্তত ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করতে হবে, যা ধাপে ধাপে ৫০ শতাংশে উন্নীত করা উচিত।

ফোরামের বক্তারা জানান, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলনেই নারীরা অগ্রণী ভূমিকা রেখেছেন। কিন্তু সংসদে তাদের প্রতিনিধিত্ব এখনো প্রান্তিক পর্যায়ে রয়ে গেছে। বর্তমান ৫০ সংরক্ষিত আসন দলীয় অনুপাতে বণ্টিত হওয়ায় নারীরা প্রকৃত অর্থে জনগণের ভোটে নির্বাচিত হতে পারছেন না।
তারা মন্তব্য করেন, নতুন গণতান্ত্রিক যাত্রাপথে নারী নেতৃত্বকে যথাযথ প্রতিনিধিত্ব না দিলে টেকসই উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়।

ফোরামের নেতৃবৃন্দ উল্লেখ করেন, ১৯৫৪ সালের নির্বাচনে নারীদের সংরক্ষিত আসনে সরাসরি ভোটের ব্যবস্থা চালু ছিল। তাই ২০২৬ সালের জাতীয় নির্বাচনে একই প্রক্রিয়া বাস্তবায়ন করতে না পারার কোনো যুক্তি নেই।

সাত দফা দাবি

সংবাদ সম্মেলনে সংগঠনটি সাতটি মূল দাবি তুলে ধরে—
১. দেশের মোট জনসংখ্যার অনুপাতে নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা।
২. ২০২৬ সালের নির্বাচনে ১০০ সংরক্ষিত আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত করা।
৩. প্রত্যেক দলে কমপক্ষে ৩৩% নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করা, যা ধাপে ধাপে ৫০%-এ উন্নীত হবে।
৪. সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন ও সংসদীয় কার্যক্রমে সীমিত রেখে দুর্নীতি হ্রাস করা ও যোগ্য নারীদের সুযোগ বৃদ্ধি।
৫. নারী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ভার সামলাতে রাষ্ট্রীয় অনুদান চালু।
৬. নারী অংশগ্রহণ নিশ্চিতে শারীরিক ও অনলাইন সহিংসতা প্রতিরোধে নির্বাচন কমিশনের কার্যকর ব্যবস্থা।
৭. ঐকমত্য কমিশনের মাধ্যমে নারী আন্দোলন ও রাজনৈতিক দলের মধ্যে আলোচনার পরিবেশ সৃষ্টি।


সংবাদ সম্মেলনে ১০০ সংরক্ষিত নারী আসনের জন্য কাঠামোগত প্রস্তাবও উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—
৬৪ জেলা থেকে ৬৪ আসন,
৮ বিভাগীয় সদর দপ্তরে অতিরিক্ত ১৬ আসন (প্রতিটিতে ২টি করে),
ঢাকা উত্তর–দক্ষিণসহ সিটি করপোরেশনভিত্তিক বিশেষ আসন,
পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা থেকে পৃথক ৩ আসন,
সমতলের আদিবাসীদের জন্য ৬ আসন,
জাতীয় পর্যায়ে দলিত নারী প্রার্থীদের জন্য ৪ আসন,
প্রতিবন্ধী নারী প্রার্থীদের জন্য ৩ আসন।

ফোরামের নেতৃবৃন্দ বলেন, ৩০০ সাধারণ আসনের পাশাপাশি এই ১০০ সংরক্ষিত আসনে সরাসরি ভোট হলে কোনো নতুন জটিলতা তৈরি হবে না। বরং এটি নারী নেতৃত্বকে সামনে নিয়ে আসবে এবং সংসদকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল করে তুলবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু