বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

দাড়ি রেখে গিনেস রেকর্ড

সমাজকাল ডেস্ক 

প্রকাশ: ১৯:১৮, ১৪ অক্টোবর ২০২৫

দাড়ি রেখে গিনেস রেকর্ড

বিশ্বের জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় দাড়ির খেতাব অর্জন করেছেন, ভারতের সারওয়ান সিং। বড় দাড়ি রেখেই তিনি বিশ্ব রেকর্ড করেছেন। নাম লিখিয়েছেন, গিনেস বুক অব ওয়ার্লড রেকর্ডসে। ২০০৮ সাল থেকে পরপর তিনবার তিনি এই রেকর্ড ধরে রেখেছেন। 

গিনেস বুকের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২২ সালের ১৫ অক্টোবর তার দাড়ি কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে মাপা হয়েছিলো এবং তখন তার দাড়ি লম্বা ছিলো ৮ ফুট ৩ ইঞ্চি। তবে ২০০৮ সালের নভেম্বরে পরিমাপ করার সময় তার দাড়ি ছিলো ৭ ফুট ৮ ইঞ্চি। ২০১০ সালে তা বেড়ে আট ফুটের বেশি হয়েছিলো। তখন তার দাড়িতে পাক ধরতে শুরু করলেও এখন তা পুরোপুরিই শাদা।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে সারওয়ান বলেছেন, ‘১৭ বছর বয়স থেকে আমি দাড়ি রাখতে শুরু করি। তারপর থেকে কখনও দাড়ি কাটিনি।’

সারওয়ানের আগে বড় দাড়ি ছিলো সুইডেনের নাগরিক বার্গার পেলসের। তার দাড়ি ছিলো ৫ ফুট ৯ ইঞ্চি। তবে সর্বকালের সবচেয়ে বড় দাড়ি ছিলো আমেরিকার নাগরিক  হ্যান্স এন. ল্যাংসেথের। তার দাড়ি দিলো ১৭ ফুট ৬ ইঞ্চি লম্বা। 

ল্যাংসেথ ১৮৪৬ সালে নরওয়েতে জন্মগ্রহণ করেন এবং ১৮৬৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে  অভিবাসি হন। ১৯২৭ সালে তিনি মৃত্যুবরণ করেন। 

যুক্তরাজ্যের দ্য মিররকে দেয়া এক সাক্ষাৎকারে সারওয়ান সিং পাঁচ ধাপে তার দাড়ির যত্ন ও সাজসজ্জার রুটিন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। একজন শিখ হিসেবে তার মুখের চুল কীভাবে ধর্মবিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ তাও ব্যাখ্যা করেছেন। একইসঙ্গে তিনি কখনও এটি বৃদ্ধি বন্ধ না করার প্রতিজ্ঞা করেছেন।

মিররকে তিনি আরও জানান, রাতে এটি কাপড় দিয়ে বেঁধে রাখেন এবং সকালে ছেড়ে দেন। তারপর বাথটাবে গিয়ে ভিজিয়ে রাখেন। এরপর উপর থেকে নীচ পর্যন্ত শ্যাম্পু দিয়ে ধৌত করেন। ধোয়ার পরে, এটি আর্দ্র করার জন্য কন্ডিশনার লাগান। সম্পূর্ণ শুকানোর জন্য অতিরিক্ত আরও ১০ মিনিট ব্যয় করেন।

সাধারণত তিনি সারাদিন দাড়ি বাঁধার জন্য একটি কাপড় ব্যবহার করেন। তবে বিশেষ অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে গেলে তা খুলে দেন।

তার কথায়, ‘আমার দাড়ি আমি ঈশ্বরের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি। ঈশ্বরপ্রদত্ত যেকোনো কিছু যেমন আছে, তেমনই রাখা উচিত। তাই, যদি তা বাড়তে থাকে, তবে তা যতো ইচ্ছে ততো বাড়তে দেওয়া উচিত।

ধর্মীয় বিশ্বাসের কারণে, শিখ হিসেবে দাড়ি তার পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক। একজন শিখের জন্য পাঁচটি বাধ্যতামূলক ধর্মীয় নীতির মধ্যে একটি হলো চুল না কাটা, এবং পূর্ণ দৈর্ঘ্যের দাড়ি শিখ পুরুষদের একটি স্পষ্ট পরিচয়। চুল ছাড়া একজন শিখ, শিখ নয়, সারওয়ান ব্যাখ্যা করেন।

স্বর্ণ মন্দিরে ধর্মীয় স্তোত্র গাওয়ার জন্য আমন্ত্রিত হওয়ার পর সারওয়ান কানাডায় চলে যান। সেখানকার শিখ সম্প্রদায় তাদের এবং তাদের সন্তানদের গুরুর শিক্ষা দিতে তাকে অনুরোধ জানান। তাই তিনি কানাডাতেই থেকে যান। সেখানে তিনি তার রেকর্ড ভাঙা দাড়ির জন্যই নয়, শিখ ধর্মে তার উল্লেখযোগ্য অবদানের জন্যও স্বীকৃত।

তিনি আরও বলেন, আমি ভাগ্যবান যে আমাকে সবচেয়ে লম্বা দাড়িওয়ালা ব্যক্তি হিসেবে নির্বাচিত করা হয়েছে। শিখ হিসেবে, আমরা সকলেই দাড়ি রাখি, লম্বা করি, আঁচড়াই এবং দৈনন্দিন রুটিন মেনে চলি, কিন্তু আমার জেনে ভালো লাগে যে আমিই পৃথিবীর সবচেয়ে লম্বা দাড়িওয়ালা।

সারওয়ানের বন্ধুবান্ধব এবং পরিবার তার লম্বা দাড়ির জন্য গর্বিত। তার এই রেকর্ডকে শিখ হিসেবে, তাদের বিশ্বাস এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন হিসেবে তারা দেখেন। সারওয়ান নিজে এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞ এবং তিনি জোর দিয়ে বলেন যে, তার দাড়ি একজন শিখ হিসেবে তার পরিচয়ের একটি মৌলিক অংশ। 

তিনি বলেন, ধর্ম অনুশীলনকারী শিখ হিসেবে, সকলেই আমার দাড়িকে সম্মান করে এবং তারা চুলও রাখে। তাই এটি পুরো শিখ সম্প্রদায়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু