শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ২ ঘণ্টা

কাবুল থেকে দিল্লিতে আফগান কিশোর

সমাজকাল ডেস্ক 

প্রকাশ: ১৬:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫

কাবুল থেকে দিল্লিতে আফগান কিশোর

মাত্র ১৩ বছর বয়সী এক আফগান কিশোর অবিশ্বাস্য উপায়ে কাবুল থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছে। তার কাছে কোনো টিকিট ছিল না। কাবুল বিমানবন্দরের ‘রেস্ট্রিক্টেড’ এলাকায় প্রবেশ করে সে কাম এয়ারের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারের বগিতে লুকিয়ে পড়ে।
রবিবার সকাল ১১টার দিকে ফ্লাইট আরকিউ-৪৪০১ দিল্লিতে অবতরণ করলে বিমান কর্মীরা তাকে ঘোরাঘুরি করতে দেখে নিরাপত্তা বাহিনীকে খবর দেন। পরে সিআইএসএফ কিশোরটিকে আটক করে।
কিশোর ভেবেছিল বিমানটি ইরান যাচ্ছে। কিন্তু ২ ঘণ্টার এই বিপজ্জনক যাত্রায় বেঁচে যাওয়া বিশেষজ্ঞদের কাছে ‘অলৌকিক’ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ আকাশে ১০-৩০ হাজার ফুট উচ্চতায় তাপমাত্রা নেমে যায় মাইনাস ৪০ থেকে ৬০ ডিগ্রিতে, পাশাপাশি থাকে অক্সিজেনের তীব্র সংকট। ল্যান্ডিং গিয়ার বন্ধ হয়ে গেলে সামান্য জায়গায় গুটিসুটি মেরে বসাও প্রায় অসম্ভব।
আফগানিস্তানের কুন্দুজ শহরের এই কিশোরের ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ঘাটতি প্রকাশ করেছে। একইসঙ্গে এটি দেখাচ্ছে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে তরুণরা যেকোনো উপায়ে বিদেশে পালাতে মরিয়া হয়ে উঠছে। ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে।

আরও পড়ুন