অবিশ্বাস্য রেকর্ড
১০২ বছরে ফুজি জয়: কোকিচি আকুজাওয়ার
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৮:০৬, ৫ সেপ্টেম্বর ২০২৫

জাপানের ১০২ বছর বয়সী কোকিচি আকুজাওয়া আবারও ইতিহাস গড়লেন। বিশ্বের সর্বোচ্চ বয়সী মানুষ হিসেবে তিনি জয় করলেন জাপানের প্রতীকী আগ্নেয়গিরি ও সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ অর্জন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
চলতি বছরের আগস্টে আকুজাওয়া তার ৭০ বছর বয়সী মেয়ে মটোয়ে, নাতনি, তার স্বামী এবং স্থানীয় পর্বতারোহী ক্লাবের চার সদস্যকে সঙ্গে নিয়ে ফুজির পথে পা বাড়ান। দু’দিন পথে শিবির গেড়ে থাকার পর ৫ আগস্ট সকালেই দলটি ৩,৭৭৬ মিটার উচ্চতার শীর্ষে ওঠে।
“অর্ধেক পথেই হাল ছেড়ে দিতে চেয়েছিলাম,” সংবাদমাধ্যমকে বলেন আকুজাওয়া। “কিন্তু বন্ধু-পরিজনের উৎসাহে টিকে ছিলাম। তাদের শক্তিই আমাকে শীর্ষে তুলেছে।”
এটাই প্রথম নয়—আগেও তিনি ফুজি জয় করে রেকর্ড গড়েছিলেন। ৯৬ বছর বয়সে তিনি প্রথমবারের মতো প্রবীণতম আরোহীর স্বীকৃতি পান। এরপর ছয় বছরে তিনি হৃদরোগ, শিঙ্গলস এমনকি পড়ে গিয়ে সেলাই পর্যন্ত সহ্য করেছেন। তবু হাল ছাড়েননি।
সর্বশেষ অভিযানের আগে তিন মাস প্রতিদিন ভোরে উঠে ঘণ্টাব্যাপী হাঁটতেন এবং সপ্তাহে একটি করে পাহাড়ে উঠতেন। নাগানো প্রদেশের পাহাড়গুলো ছিল তাঁর প্রস্তুতির মূল ক্ষেত্র।
আকুজাওয়া বলেন, “আমি পাহাড়ে উঠি কারণ এটা আমার ভালো লাগে। পাহাড়ে খুব সহজে বন্ধুত্ব হয়।”
তিনি পেশায় ছিলেন ইঞ্জিন ডিজাইন ইঞ্জিনিয়ার, পরে ৮৫ বছর বয়স পর্যন্ত কাজ করেছেন পশু প্রজনন বিশেষজ্ঞ হিসেবে। পড়াশোনা, পেশা—এসবের ঊর্ধ্বে গিয়ে পাহাড় তাঁর কাছে সবসময় সমান আকর্ষণীয় ছিল।
এখন বয়স তাকে সীমিত করছে। ফুজি জয় শেষে তিনি মজার ছলে বলেন, “এখন আমার স্তর ফুজির অর্ধেক উচ্চতার মাউন্ট আকাগি।”
বর্তমানে তিনি সকাল কাটান স্থানীয় প্রবীণ সেবাকেন্দ্রে স্বেচ্ছাসেবক হয়ে এবং নিজের স্টুডিওতে আঁকাআঁকি শেখাতে।
আকুজাওয়ার পরিবার চাইছেন তিনি এবার সূর্যোদয়ের ফুজি আঁকুন। তিনি হেসে বলেন, “অনেক অনুরোধ জমেছে। এবার আঁকব সেই দৃশ্যগুলো, যেগুলো আমার শেষবারের ফুজি জয়ের স্মৃতি হয়ে থাকবে।”
কোকিচি আকুজাওয়া প্রমাণ করেছেন—শরীরের সীমা থাকলেও ইচ্ছাশক্তি ও সঙ্গীদের ভালোবাসা মানুষকে অসম্ভব জয় করতে সাহায্য করে।