ইলিশ কেনা নিয়ে তসলিমা নাসরিনের আক্ষেপ
নয়বারই ঠকেছি, তবু বিশ্বাস করি
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২২:৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০১:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে ভারতে বসবাসরত লেখিকা তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক অভিজ্ঞতা শেয়ার করে আলোচনার জন্ম দিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ইলিশ কিনতে গিয়ে বারবার প্রতারণার শিকার হয়েছেন।স্ক
তসলিমার ভাষায়, একই ব্যক্তির কাছ থেকে তিনি ৯ বার ইলিশ কিনেছেন এবং প্রতিবারই প্রতারিত হয়েছেন। প্রথমবার পচা ইলিশ দেওয়া হয়েছিল, পরে পদ্মার ইলিশ বলে গুজরাটের ইলিশ বিক্রি করা হয়। এরপরও প্রতিবার তিনি একই ব্যক্তির কাছেই ফিরে গেছেন। কারণ, তার মনে হয়েছে— “হয়তো এবার আর প্রতারণা করবে না, এবার হয়তো অনুশোচনা করছে।”
কিন্তু প্রত্যেকবারই তিনি ভুল প্রমাণিত হয়েছেন। তসলিমা নিজের পোস্টে প্রশ্ন তুলেছেন, “আমি কি ১০ম বারও যাবো তার কাছ থেকে ইলিশ কিনতে?”—এর পরই নিজেই উত্তর দিয়েছেন, “সম্ভবত যাবো, কারণ আমার মন বলছে হয়তো এবার আর সে ঠকাবে না।”
নিজের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে লেখিকা বলেছেন,“লোকে বলে যেখানে ঠকেছিলাম, সেখানেই শিক্ষা নিয়েছি। আমি তো ঠকেও, ঠেকেও শিখি না। চরিত্র বদলাতে পারি না যে!”
স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার এই লেখাকে ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরে সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর বাস্তবতার প্রতিচ্ছবি হিসেবেও ব্যাখ্যা করেছেন।