বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

৭৫ বছরে বিয়ে ৩৫ বছরের নারীকে, পরদিনই মৃত্যু

সমাজকাল ডেস্ক 

প্রকাশ: ২১:১০, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:১৩, ১ অক্টোবর ২০২৫

৭৫ বছরে বিয়ে ৩৫ বছরের নারীকে, পরদিনই মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের জীবনপুর জেলার কুচমুচ গ্রামে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। সঙ্গরুরাম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ বিয়ের পিঁড়িতে বসার পরদিনই মারা গেছেন।

সঙ্গরুরামের প্রথম স্ত্রী এক বছর আগে মারা যান। এরপর তিনি একা জীবনযাপন করছিলেন। তার কোনো সন্তান ছিল না। চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। পরিবার তাকে পুনর্বিবাহ না করার পরামর্শ দিয়েছিল। কিন্তু তিনি সিদ্ধান্তে অটল থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) ৩৫ বছর বয়সী মনভাবতী নামের এক নারীকে বিয়ে করেন। মনভাবতীর বাড়ি জেলারই জলালপুর এলাকায়।

প্রথমে তারা আদালতে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করেন এবং পরে স্থানীয় মন্দিরে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। বিয়ের পর মনভাবতী জানান, স্বামী তাকে বলেছিলেন সংসারের দায়িত্ব নিতে, আর তিনি ‘শিশুদের দেখভাল করবেন’। দম্পতি নাকি পুরো রাত কথাবার্তাতেই কাটিয়েছিলেন।

কিন্তু পরদিন সকালে হঠাৎ সঙ্গরুরামের স্বাস্থ্যের অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ মৃত্যু নিয়ে গ্রামে নানা গুঞ্জন শুরু হয়েছে। কেউ একে স্বাভাবিক ঘটনা বললেও, কেউ সন্দেহ প্রকাশ করেছেন। মৃতের ভাতিজারা (যারা দিল্লিতে থাকেন) ক্রিয়াকর্ম আপাতত স্থগিত রেখেছেন। তারা উপস্থিত হওয়ার আগে শেষকৃত্য হবে না বলে জানিয়েছে পরিবার। পাশাপাশি, পুলিশি তদন্ত বা ময়নাতদন্ত হবে কি না—সে নিয়েও প্রশ্ন উঠেছে।

খবর: এনডিটিভি

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু