ভোলা-১ আসনে গরুর গাড়ি প্রতীকে লড়বেন পার্থ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৪:১৭, ৬ নভেম্বর ২০২৫
ভোলা-১ (সদর-দৌলতখান) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৪ বছর পর নিজ দলের প্রতীক গরুর গাড়ি নিয়ে ভোটে লড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। বুধবার (৫ নভেম্বর) ভোলা জেলা সদরে এক কর্মী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতীক ধানের শীষে নির্বাচন করা পার্থ এবার দলীয় পতাকা ও প্রতীকে ফিরে আসছেন। তাঁর এই সিদ্ধান্তে বিজেপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
গরুর গাড়িতে ফিরছেন পার্থ
২০০১ সালের ৫ আগস্ট জাতীয় পার্টি (এরশাদ) থেকে পৃথক হয়ে নতুন দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) গঠন করেছিলেন সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জু। তার মৃত্যুর পর দলটির নেতৃত্বে আসেন ছেলে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। নতুন দল গঠনের পরও দীর্ঘদিন বিএনপি জোটের সঙ্গে থেকেই তিনি নির্বাচন করেছেন ধানের শীষ প্রতীকে।
তবে এবার পার্থ বলেন, “আমরা আর কারও ছায়াতলে নয়, নিজ দলের পতাকাতলে লড়ব। ভোলার মানুষ আমার বাবাকে যেমন ভালোবেসেছিলেন, আমাকেও তেমনই ভালোবাসেন।”
বুধবার সকালে ভোলা নতুন বাজারে জেলা বিজেপির কার্যালয় প্রাঙ্গণে দলের নেতাকর্মীরা সমাবেশ করেন। পরে শহরে বর্ণাঢ্য শোডাউন ও মিছিল বের করা হয়।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ বলেন, “আমাদের দলের প্রতীক আছে, শক্তি আছে। বিএনপির মনোনয়নের অপেক্ষায় না থেকে আমরা এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছি।”
সভায় উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি অধ্যাপক নুরন্নবী, জেলা যুব সংহতির সভাপতি নূরে আলম টিটু, ও শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন সকেট প্রমুখ।
ভোলা-১ আসনে বিএনপি ও বিজেপির মধ্যে জোটীয় টানাপোড়েন দীর্ঘদিনের। গত শনিবার দুই দলের পৃথক শোডাউন ঘিরে হামলা, ইটপাটকেল ও সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এরপর কেন্দ্রীয় বিএনপি উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করে এবং জোটের শরিক বিজেপিকে উপেক্ষা করে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরকে প্রার্থী ঘোষণা করে।
এরই প্রেক্ষাপটে তৃণমূলের হতাশা কাটাতে ও দলের অস্তিত্ব জানান দিতে পার্থ নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দেন।
এ আসনে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা।
