বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

ভোলা-১ আসনে গরুর গাড়ি প্রতীকে লড়বেন পার্থ

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৪:১৭, ৬ নভেম্বর ২০২৫

ভোলা-১ আসনে গরুর গাড়ি প্রতীকে লড়বেন পার্থ

ভোলা-১ (সদর-দৌলতখান) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৪ বছর পর নিজ দলের প্রতীক গরুর গাড়ি নিয়ে ভোটে লড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। বুধবার (৫ নভেম্বর) ভোলা জেলা সদরে এক কর্মী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতীক ধানের শীষে নির্বাচন করা পার্থ এবার দলীয় পতাকা ও প্রতীকে ফিরে আসছেন। তাঁর এই সিদ্ধান্তে বিজেপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে।

গরুর গাড়িতে ফিরছেন পার্থ

২০০১ সালের ৫ আগস্ট জাতীয় পার্টি (এরশাদ) থেকে পৃথক হয়ে নতুন দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) গঠন করেছিলেন সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জু। তার মৃত্যুর পর দলটির নেতৃত্বে আসেন ছেলে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। নতুন দল গঠনের পরও দীর্ঘদিন বিএনপি জোটের সঙ্গে থেকেই তিনি নির্বাচন করেছেন ধানের শীষ প্রতীকে।

তবে এবার পার্থ বলেন, “আমরা আর কারও ছায়াতলে নয়, নিজ দলের পতাকাতলে লড়ব। ভোলার মানুষ আমার বাবাকে যেমন ভালোবেসেছিলেন, আমাকেও তেমনই ভালোবাসেন।”

বুধবার সকালে ভোলা নতুন বাজারে জেলা বিজেপির কার্যালয় প্রাঙ্গণে দলের নেতাকর্মীরা সমাবেশ করেন। পরে শহরে বর্ণাঢ্য শোডাউন ও মিছিল বের করা হয়।

জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ বলেন, “আমাদের দলের প্রতীক আছে, শক্তি আছে। বিএনপির মনোনয়নের অপেক্ষায় না থেকে আমরা এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছি।”

সভায় উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি অধ্যাপক নুরন্নবী, জেলা যুব সংহতির সভাপতি নূরে আলম টিটু, ও শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন সকেট প্রমুখ।

ভোলা-১ আসনে বিএনপি ও বিজেপির মধ্যে জোটীয় টানাপোড়েন দীর্ঘদিনের। গত শনিবার দুই দলের পৃথক শোডাউন ঘিরে হামলা, ইটপাটকেল ও সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এরপর কেন্দ্রীয় বিএনপি উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করে এবং জোটের শরিক বিজেপিকে উপেক্ষা করে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরকে প্রার্থী ঘোষণা করে।

এরই প্রেক্ষাপটে তৃণমূলের হতাশা কাটাতে ও দলের অস্তিত্ব জানান দিতে পার্থ নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দেন।

এ আসনে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

১৩ দিনে ৩৩ বছরের চুক্তি, কী কারণ থাকতে পারে
২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ
সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট