শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

টেকনাফে ক্যাম্পের বাইরে বসবাসকারী ৩৭ রোহিঙ্গা আটক

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)

প্রকাশ: ২০:৪৭, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৫৬, ৯ অক্টোবর ২০২৫

টেকনাফে ক্যাম্পের বাইরে বসবাসকারী ৩৭ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পানখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী নারী, পুরুষ ও শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব-১৫। এ সময় তাদের আশ্রয়দাতা স্থানীয় এক নারী গৃহকর্ত্রীকেও আটক করা হয়েছে।

আটক গৃহকর্ত্রীর নাম মোছা. ইয়াছমিন আক্তার (৩৪)। তিনি পূর্ব পানখালী গ্রামের নুর আলমের স্ত্রী।

র‍্যাব জানায়, ইয়াছমিন আক্তার রোহিঙ্গাদের তার বাড়িতে ভাড়া দিয়ে আশ্রয় দিচ্ছিলেন। পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। তবে অন্যান্য আশ্রয়দাতা বাড়ির মালিকরা অভিযান চলাকালে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-১৫ জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতভর এ অভিযান চালানো হয়। পূর্ব পানখালী এলাকার একাধিক ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৩৭ রোহিঙ্গাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে র‍্যাব-১৫-এর একটি আভিযানিক দল।

র‍্যাবের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে স্থানীয়ভাবে ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাদের মধ্যে কেউ কেউ অপহরণ, খুন, গুমসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আগে থেকেই নজরদারিতে ছিল।

র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “রোহিঙ্গারা যাতে ক্যাম্প ছেড়ে লোকালয়ে অবৈধভাবে অবস্থান করতে না পারে, সে লক্ষ্যে র‍্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন