কক্সবাজারে আসামি ছিনতাই মামলায় গ্রেপ্তার ১
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২১:১৬, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:২৭, ৮ অক্টোবর ২০২৫

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় হওয়া মামলার অন্যতম আসামি মো. রবিউল (৩০) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) রাতে চকরিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একতা বাজার এলাকায় র্যাব-১৫ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি ব্যাংক চেক এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার জাফর আলমের ছেলে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিলের আয়োজন করে একদল দুর্বৃত্ত। নেতৃত্ব দেয় আব্দুল্লাহ আল কাইয়ুম (২৮)। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাইয়ুমকে গ্রেপ্তার করলে তার সহযোগীরা পুলিশের গাড়ি ঘিরে হামলা চালায়, এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং কাইয়ুমকে হাতকড়া পরিহিত অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। পরে র্যাব-১৫ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করে। সেই ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, রবিউল ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি এবং হামলার দিন ঘটনাস্থলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।