বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

মোটরসাইকেলে লুকানো ২২ হাজার ইয়াবা, যুবক আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৪:৩৯, ৭ অক্টোবর ২০২৫

মোটরসাইকেলে লুকানো ২২ হাজার ইয়াবা, যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় মোটরসাইকেলের এয়ার ফিল্টারে বিশেষ কায়দায় লুকানো ২২ হাজার ইয়াবাসহ নেওয়াজ উদ্দিন মোরশেদ (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ অক্টোবর ২০২৫) সকাল পৌনে ৯টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক নেওয়াজ উদ্দিন মোরশেদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব ফুলের ডেইল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।


বিজিবি সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে টেকনাফগামী একটি মোটরসাইকেলকে সন্দেহজনক মনে করে মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবির টহল দল সেটি থামায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করে। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে এর এয়ার ফিল্টারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, “গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”


তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির তৎপরতা ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার-টেকনাফ সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে এখনও সীমিত পরিসরে মাদক পাচার চলমান থাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এসব অভিযানে প্রায়ই অভিনব কায়দায় লুকানো ইয়াবা ও মাদকদ্রব্য উদ্ধার হচ্ছে।
 

আরও পড়ুন