বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

আদালতের নির্দেশে সরকারি বনভূমিতে নির্মিত অবৈধ পাকা ঘর উচেছদ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৪:৩৩, ৭ অক্টোবর ২০২৫

আদালতের নির্দেশে সরকারি বনভূমিতে নির্মিত অবৈধ পাকা ঘর উচেছদ

কক্সবাজারের উখিয়ায় আদালতের নির্দেশে বনবিভাগের অভিযানে সরকারি বনভূমিতে অবৈধভাবে নির্মিত একটি পাকা ঘর উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার  দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান। অভিযানে অংশ নেন ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত হোসেনসহ বনকর্মীরা।

বনবিভাগ সূত্রে জানা গেছে, রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার বিল এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুর রহিমের পুত্র জয়নাল আবেদীন ভুট্টো সরকারি বনভূমি দখল করে একটি পাকা ঘর নির্মাণ করছিলেন। বিষয়টি আদালতের নজরে আসার পর আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান সমাজকালকে বলেন, “সরকারি বনভূমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযান চালিয়ে অবৈধ ঘরটি উচ্ছেদ করা হয়েছে। বনভূমি দখলমুক্ত রাখতে এবং পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন অভিযান চলবে।”

তিনি আরও জানান, সরকারি সম্পত্তি দখল বা পরিবেশ বিনষ্টের কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। স্থানীয় জনগণকে সচেতন থাকতে এবং অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন