শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি
উখিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৬, ৫ অক্টোবর ২০২৫

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে উখিয়ায়। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে নানা আয়োজনে দিনটি পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়, যেখানে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, একাডেমিক সুপারভাইজারসহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা। র্যালিটি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। তিনি বলেন,“শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি এক মহান দায়িত্ব ও আদর্শচর্চার পথ। শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন সম্ভব।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত দক্ষতা ও আন্তরিকতা অপরিহার্য। শিক্ষকদের যথাযথ সম্মান, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষা ব্যবস্থায় বাস্তব পরিবর্তন আসবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন তারা।