বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

আফগানিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট সীমিত

ছবি ও ভিডিও দেখা যাচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩৬, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:০০, ৯ অক্টোবর ২০২৫

ছবি ও ভিডিও দেখা যাচ্ছে না

ফাইল ছবি

আফগানিস্তানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (টুইটার)-এর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট সীমিত করা হয়েছে বলে তালেবান সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে।

বিবিসি আফগান জানায়, এসব প্ল্যাটফর্মে বিশেষ ধরনের ফিল্টার চালু করা হয়েছে, যার ফলে অনেক ব্যবহারকারী এখন ভিডিও দেখতে বা ছবি খুলতে পারছেন না।

রাজধানী কাবুলসহ বিভিন্ন প্রদেশের ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, কয়েক দিন ধরে ফেসবুকে ভিডিও প্লে করা যাচ্ছে না, ইনস্টাগ্রামে প্রবেশেও সমস্যা হচ্ছে। অন্যদিকে, নেটব্লক্স নামের সাইবার নিরাপত্তা সংস্থা বলেছে, একাধিক ইন্টারনেট সেবা প্রদানকারীর ক্ষেত্রে একই ধাঁচের ‘ইচ্ছাকৃত সীমাবদ্ধতা’ লক্ষ্য করা গেছে।

এই পদক্ষেপ আসে এমন এক সপ্তাহের মধ্যেই, যখন দেশজুড়ে ৪৮ ঘণ্টার ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধের ঘটনা ঘটেছিল। সেই সময় ব্যবসা-বাণিজ্য, ফ্লাইট ও জরুরি সেবা ব্যাহত হয়, যা ব্যাপক জনভোগান্তি সৃষ্টি করে। ইন্টারনেট ফিরে এলে জনগণ তা ‘স্বস্তির খবর’ হিসেবে উদ্‌যাপন করেছিল।

একজন তালেবান কর্মকর্তা জানিয়েছেন, “নির্দিষ্ট কিছু ধরনের কনটেন্ট সীমিত করতে ফিল্টার প্রয়োগ করা হয়েছে। আমরা আশা করি এবার সম্পূর্ণ ইন্টারনেট নিষেধাজ্ঞা জারি করা হবে না।” তবে ঠিক কোন কনটেন্ট সীমিত করা হয়েছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পূর্বাঞ্চলের নানগরহার প্রদেশের এক সরকারি কর্মচারী বিবিসিকে বলেন, তিনি ফেসবুক খুলতে পারলেও কোনো ছবি বা ভিডিও দেখতে পাচ্ছেন না। অন্যদিকে, কান্দাহারের এক ব্যবসায়ী জানান, তার ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, মোবাইল ডেটাও অত্যন্ত ধীরগতির এবং সামাজিক মাধ্যমে ভিডিও একেবারেই চলছে না।

বিশ্লেষকরা মনে করছেন, নারীদের শিক্ষা, চাকরি ও প্রকাশভঙ্গির ওপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে এই নতুন নিয়ন্ত্রণ নারীদের আরও বিচ্ছিন্ন করে দেবে। কারণ, অনেক আফগান নারীই বলছেন, ইন্টারনেটই ছিল তাদের বাইরের বিশ্বের সঙ্গে একমাত্র সংযোগের পথ।

তালেবান সরকার এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে গত মাসে বালখ প্রদেশের গভর্নরের মুখপাত্র বলেছিলেন, ‘অশ্লীলতা প্রতিরোধে’ ইন্টারনেট বন্ধ করা হতে পারে। তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকেই শারিয়াভিত্তিক কঠোর নীতিমালা অনুসারে দেশজুড়ে নানা বিধিনিষেধ আরোপ করে আসছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন