শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

কারাগারে আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:১৮, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:২৮, ৬ অক্টোবর ২০২৫

কারাগারে আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য জানান।

আসামি বি এম মোজাম্মেল হককে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলম। মোজাম্মেল হকের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। মূল নথি পাওয়ার পর জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আসামির আইনজীবী লিটন মিয়া।

আবেদনে বলা হয়, মামলার ঘটনার দিন ৫ আগস্ট আদাবর থানা এলাকায় সরকারবিরোধী আন্দোলন দমনে ছিলেন আসামি। ওই দিনের সহিংসতায় গামেন্টকর্মী রুবেলের মৃতুর ঘটনায় আসামি জড়িত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।

রবিবার ঢাকার নিকেতন এলাকা থেকে বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনের সময় হামলার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

রুবেল হত্যা মামলার বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের দিন রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বছরে আগস্টে আদাবর থানায় এ হত্যা মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন