শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

সুনামগঞ্জ আ.লীগের সহসভাপতি এনামুল ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৩০, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:২৫, ৫ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জ আ.লীগের সহসভাপতি এনামুল ঢাকায় গ্রেপ্তার

আওয়ামী লীগের (কার্সযক্রম নিষিদ্ধ) সুনামগঞ্জ জেলা সহসভাপতি এনামুল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ও জেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি খায়রুল কবির রুমেন। তিনি জানান, শনিবার রাত দেড়টার দিকে ঢাকার ধানমণ্ডির বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এনামুল কবির সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পরিচালনা পরিষদের সাবেক পরিচালক। এ ছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন