উপদেষ্টা পরিষদে অনুমোদন
ময়মনসিংহ, বরিশাল ও রংপুরে হচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৫, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৪৮, ১০ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ময়মনসিংহ, বরিশাল ও রংপুরে তিনটি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৯ অক্টোবর) পৃথক তিনটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে পরিষদ।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “তিনটি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন কার্যক্রম আরও সমন্বিত হবে। এতে নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হবে।”
অনুমোদিত তিনটি অধ্যাদেশ হলো- ১. ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৫, ২. বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৫ ও ৩. রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৫।
বর্তমানে দেশে ছয়টি উন্নয়ন কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করছে—রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খাউক), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (রাউক), কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ।
এ ছাড়া বৈঠকে ‘প্রাণিসম্পদ সপ্তাহ’কে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। প্রতিবছর নভেম্বরের মাঝামাঝি সময়ে এ সপ্তাহ উদ্যাপিত হবে।