শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ইসির সংলাপে গীতি আরা নাসরীন

সতর্ক করলেন এআই–নির্ভর ভুয়া তথ্যের ব্যাপারে 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সতর্ক করলেন এআই–নির্ভর ভুয়া তথ্যের ব্যাপারে 

নির্বাচনের আগে এআই-নির্ভর ভুয়া তথ্যের ব্যাপারে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন।

ঢাবির এই শিক্ষক এই বলে সতর্ক করেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এআই–নির্ভর ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি ও কনটেন্টের প্রভাব আরও বেড়ে যাবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ইসি আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এই সতর্কতা প্রকাশ করেন।

গীতি আরা নাসরীন বলেন, “ইতিমধ্যে ফেক নিউজ ও এআই–নির্ভর কনটেন্ট ছড়িয়ে পড়ছে। নির্বাচনের সময় এগুলোর প্রভাব আরও ভয়াবহ হতে পারে। তাই ইসিকে এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

ঢাবির এই শিক্ষক প্রস্তাব করেন, ভুয়া কনটেন্ট ঠেকাতে ইসির আইসিটি সেলকে দেশের বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত করা উচিত। এতে ফেক কনটেন্ট প্রতিরোধ সহজ হবে।

গীতি আরা নাসরীন আরও বলেন, সুষ্ঠু গণতন্ত্রে কার্যকর গণমাধ্যম অপরিহার্য। তাই গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত গণমাধ্যমের স্বচ্ছ ভূমিকা প্রয়োজন।

তিনি পরামর্শ দেন, নির্বাচন কমিশন যেমন শিক্ষাবিদ ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করছে, তেমনি গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গেও সংলাপ আয়োজন করা উচিত। এতে করে একটি গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করা সম্ভব হবে, যা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তথ্য প্রচারে সহায়ক হবে।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে অধ্যাপক নাসরীন বলেন, রাজনৈতিক শিষ্টাচারের অভাব এখন স্পষ্টভাবে দৃশ্যমান। ঘৃণাসূচক ও বিদ্বেষমূলক বক্তব্য ঠেকাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য আচরণবিধি তৈরি করা জরুরি।

এই শিক্ষকের মতে, রাজনৈতিক সংস্কৃতিতে পারস্পরিক সম্মান প্রতিষ্ঠিত হলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে।

আরও পড়ুন