বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ইসির সংলাপে ঢাবি উপাচার্য 

আমরা সবাই ভালো নির্বাচন চাই

ঢাবি প্রতিনিধি 

প্রকাশ: ২০:১৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আমরা সবাই ভালো নির্বাচন চাই

আমরা সবাই  একটি ভালো নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য। তিনি বলেছেন, আমরা প্রার্থনা করি যে বাংলাদেশে একটি ভালো নির্বাচন হোক এবং আমরা সবাই মিলে এ দেশটাকে এগিয়ে নেই।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন কমিশনের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) এই সংলাপের আয়োজন করেছে। সংলাপে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা অংশ নেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, আমাদের দেশে তুলনামূলকভাবে রাজনৈতিক শিষ্টাচারের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে। যারা নির্বাচনে জয়লাভ করেন তারা অনেক ক্ষেত্রে মেনে নেওয়ার একটা প্রশ্ন ছুড়ে দেয়। সে ক্ষেত্রে সাংবাদিকদের কাছে পরিষ্কার চিত্রটা থাকলে সেটি যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি শক্ত ফ্রেম।

সংলাপ শেষে ঢাবি উপাচার্য আরো বলেন, ভিসি আরও বলেন, প্রথমত নির্বাচন কমিশন একটা কর্মপরিকল্পনা সুস্পষ্টভাবে জানিয়েছে এবং ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে। কিছু পরীক্ষামূলক পদক্ষেপও তারা নিয়েছে। যেমন- পোস্টাল ব্যালট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের কিছু পরামর্শ ছিল তা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। ইসি সারাদেশ নিয়ে কাজ করবেন অনেক বড় পরিসরে তাদের কাজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ মনে করেছি- উল্লেখ করে উপাচার্য বলেন, একটি হচ্ছে সাংবাদিকদের সর্বাবস্থায় সঙ্গে রাখা। তারা পরীক্ষিত বন্ধু, প্রত্যেক স্তরে তাদের সহযোগিতা দরকার।

"দ্বিতীয় পয়েন্ট হলো তথ্যের অবাধ প্রবাহ দরকার, কোনো কিছু না লুকোনো, ভুল হলে সেটা স্বীকার করা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে আমাদের সামাজিক মাধ্যমগুলোতে সাইবার বুলিং থেকে আরম্ভ করে হারাসমেন্টের বিভিন্ন রকম ঘটনা ঘটে। এই সামাজিক মাধ্যমগুলোকে নিয়মিত মনিটর করা দরকার। কারণ পারসেপশন তৈরির ক্ষেত্রে এই মাধ্যমগুলো বিরাট ভূমিকা আছে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে এই বিষয়টা সবসময় নজরে রাখা"- পরামর্শ দেন উপাচার্য।

ঢাবি উপাচার্য আরো বলেন, আইটি সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আইটি সার্ভিসের জন্য আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারাল দুর্বলতা আছে। আইটি সার্ভিসগুলো বারবার পরীক্ষা-নিরীক্ষা করে প্রস্তুতি নিয়ে মাঠে নামা উচিত। কারণ আইটি সার্ভিস আমাদের ভালো ফলাফল দিতে পারে। কোনো কারণে যদি কাজ না করে সেটি খুবই কঠিন সমালোচনার জন্ম দেয় এবং অনেক ক্ষেত্রে খুব নেগেটিভ পারসেপশন তৈরি করে।

আরও পড়ুন