ওটিটিতে পা রাখছেন হৃতিক রোশন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৫০, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৪৫, ১০ অক্টোবর ২০২৫
বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবার পা রাখছেন ওটিটি জগতে—তবে অভিনেতা নয়, প্রযোজক হিসেবে। প্রাইম ভিডিওর নতুন থ্রিলার সিরিজ স্টর্ম-এর মাধ্যমে শুরু হচ্ছে তার এই নতুন যাত্রা।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেলে প্রাইম ভিডিওর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় হৃতিকের প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি।
এই সিরিজের মাধ্যমে হৃতিক রোশন প্রথমবার প্রযোজকের ভূমিকায় আসছেন, তার নিজস্ব প্রযোজনা সংস্থা এইচআরএক্স ফিল্মসের ব্যানারে। প্রাইম ভিডিওর সঙ্গে এটি একটি বড়সড় যৌথ উদ্যোগ, যা আন্তর্জাতিক দর্শকদের লক্ষ্য করেই তৈরি করা হচ্ছে।
হৃতিক বলেছেন, “স্টর্ম”-এর গল্প আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। পরিচালক অজিতপাল সিংয়ের নির্মিত জগৎটি যেমন বাস্তব, তেমনি রোমাঞ্চকর ও স্তরবিন্যস্ত। এতে এমন কিছু চরিত্র আছে, যেগুলো দর্শকের মনে দীর্ঘদিন থেকে যাবে। আমি বিশ্বাস করি, এই সিরিজ ভারতের সীমা পেরিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করবে।"
প্রাইম ভিডিওর ভাইস প্রেসিডেন্ট গৌরব গান্ধী বলেন, “হৃতিক রোশন ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সৃজনশীল শক্তিগুলোর একজন। তার সঙ্গে আমাদের সহযোগিতা একটি মাইলফলক। স্টর্ম এমন একটি গল্প নিয়ে আসছে, যা বৈশ্বিক দর্শকদের সঙ্গে সঙ্গতিপূর্ণ।”
‘স্টর্ম’-এর গল্প ও দল
সিরিজটি পরিচালনা করবেন অজিতপাল সিং। গল্পটি লিখেছেন সিং, ফ্রাঁসোয়া লুনেল ও স্বাতি দাস।
সিরিজের পটভূমি মুম্বাই, যেখানে গোপন রহস্য, উচ্চাকাঙ্ক্ষা ও বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠবে কাহিনি।
প্রধান চরিত্রে থাকছেন পার্বতী তিরুভোথু, আলয়া এফ, শৃষ্টি শ্রীবাস্তব, রমা শর্মা এবং সাবা আজাদ। প্রযোজনার কাজ শুরু হবে খুব শিগগিরই।
প্রযোজক হৃতিক রোশন ও তার চাচাতো ভাই ঈশান রোশন।
এইচআরএক্স ফিল্ম হৃতিক রোশনের প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা, যা মূলত রোশন পরিবারের ঐতিহ্যবাহী প্রোডাকশন হাউস ফিল্মক্রাফট প্রোডাকশানসের একটি শাখা। হৃতিকের বাবা রাকেশ রোশন প্রযোজনা করেছেন একাধিক হিট সিনেমা—করন অর্জুন, কহো না পেয়ার হ্যায়, কোই মিল গয়া এবং কৃশ—যেগুলো ভারতীয় চলচ্চিত্রে মাইলফলক হয়ে আছে।
হৃতিক রোশন এখন শুধু পর্দার নায়ক নন, পর্দার পেছনেও নিজের দাপুটে উপস্থিতি জানাতে যাচ্ছেন। প্রাইম ভিডিওর স্টর্ম হতে পারে তার প্রযোজক জীবনের এক যুগান্তকারী সূচনা।
