ভূতের সিরিজ করতে গিয়ে বিপদের মুখে সৃজা দত্ত! হ্যালোইনের রাতে ঘরবন
পর্দায় ভূতের সঙ্গে দাপিয়ে বেড়ান, কিন্তু বাস্তবে ভূতের নাম শুনলেই নাকি গায়ে কাঁটা! হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘নিশির ডাক’-এ ভয় আর রহস্যে মোড়া চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী সৃজা দত্ত। তবে এই সিরিজের শুটিংয়ের পর থেকেই যেন তার জীবনে নেমে এসেছে একের পর এক অদ্ভুত অভিজ্ঞতা।