মা হতে চলেছেন ক্যাটরিনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৩১, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:২১, ৬ অক্টোবর ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সবসময়ই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। বিশেষত বিয়ে ও মাতৃত্ব নিয়ে নানা সময় সংবাদমাধ্যমে এসেছে তার মন্তব্য। ২০২১ সালে ভিকি কৌশলকে বিয়ের প্রায় এক দশক আগেই ক্যাটরিনা জানিয়েছিলেন— সংসার, স্বামী ও সন্তানকে তিনি সর্বদাই সর্বাধিক গুরুত্ব দেন।
অবশেষে বহু প্রতীক্ষার পর, ৪২ বছর বয়সে মা হতে চলেছেন এই অভিনেত্রী। চলতি অক্টোবরেই প্রথম সন্তান আসছে ক্যাটরিনা ও ভিকির কোলে— এমন খবর নিজেরাই জানিয়েছেন তারা সামাজিক মাধ্যমে।
সামাজিক মাধ্যমে ভিকি-ক্যাটরিনার শেয়ার করা পোস্টে দেখা যায়, সাদা পোশাকে দীপ্তিময় ক্যাটরিনা, পাশে দাঁড়িয়ে আছেন ভিকি কৌশল— স্নেহভরে স্ত্রীর উদর স্পর্শ করছেন তিনি।
ক্যাপশনে লেখা, "আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”
এই সুখবর প্রকাশের পর থেকেই ভক্তদের শুভেচ্ছায় ভরে গেছে তাদের সোশ্যাল হ্যান্ডেল।
তবে একই সঙ্গে কিছুটা উদ্বেগও কাজ করছে পরিবারে, জানিয়েছেন ভিকির ভাই সানি কৌশল।
সানি বলেন, "এটা তো আনন্দের খবর, সবাই খুব খুশি। তবে একই সঙ্গে সবাই চিন্তিতও— আমরা সবাই সেই দিনের অপেক্ষায় আছি।”
২০২১ সালের ডিসেম্বরে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। দীর্ঘ সাড়ে তিন বছর পর তারা জানালেন প্রথম সন্তান আগমনের সুখবর।
বলিউডে এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এই দম্পতির অনাগত সন্তানকে ঘিরে। ক্যাটরিনার অনুরাগীরা বলছেন, “যে নারী বছরের পর বছর পরিশ্রম করে নিজের অবস্থান গড়েছেন, তার জীবনে এই নতুন অধ্যায়ও হবে এক অনন্য উদাহরণ।”