লন্ডনে ছেলেকে নিয়ে হাঁটলেন বিরাট-অনুষ্কা, ভক্তদের বার্তা:
“ফ্যামিলি টাইম উপভোগ করুন”
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:০১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতের জনপ্রিয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা আবারও লন্ডনের রাস্তায় ধরা দিলেন ক্যামেরায়। সঙ্গে ছিলেন তাঁদের ছোট ছেলে আকায়। এ দম্পতিকে একসঙ্গে দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন, আর সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে নানা প্রতিক্রিয়ায়।
বিরাটকে দেখা গেছে ব্রাউন সোয়েটশার্ট ও ডেনিমে, আর অনুষ্কা পরেছিলেন মেরুন সোয়েটশার্ট ও মানানসই ট্রাউজার। ছবিতে দুজনকে সাধারণ মানুষের মতোই হাঁটতে দেখা গেছে। ভক্তরা তাঁদের এ দৃশ্যকে বলেছেন “কিউট” এবং মন্তব্য করেছেন—“তাঁরাও তো মানুষ, স্বাভাবিক জীবনই চান।”
একজন লিখেছেন, “ভারতীয় পাপারাজ্জিরা তাদের ব্যক্তিগত জীবন নষ্ট করেছে, তাই লন্ডনে থাকা ভালো সিদ্ধান্ত।” অন্যজন আবার লিখেছেন, “লন্ডনে থাকুন, সুন্দর ফ্যামিলি টাইম কাটান।”
বিরাট-অনুষ্কা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তান আকায়ের জন্মের পর লন্ডনে স্থায়ী হন। তাঁদের প্রথম কন্যা ভামিকা জন্মেছিল ২০২১ সালে। আলো-ঝলমলে বলিউড ও ক্রিকেটের কোলাহল থেকে দূরে, শান্ত জীবনযাপন করতেই লন্ডনকে বেছে নিয়েছেন তাঁরা।
এর আগেও গত মাসে লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বিরাট-অনুষ্কা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অনুষ্কাকে তখন পথচারীদের সঙ্গে প্রাণখোলা কথোপকথনে দেখা যায়, বিরাটও হাসিমুখে যোগ দেন।
ক্রিকেট থেকে বিরাট কিছুটা বিরতিতে থাকলেও সর্বশেষ তিনি খেলেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ। অন্যদিকে অনুষ্কা অভিনয়ে ফেরার কথা থাকলেও তাঁর ঝুলন গোস্বামীকে ঘিরে নির্মিত চাকদা এক্সপ্রেস ছবিটি আপাতত বন্ধ হয়ে গেছে।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা এখন তাঁদের সন্তানদের নিয়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। বারবার দেখা যাচ্ছে তাঁরা আলো থেকে দূরে, সাধারণ জীবনের আনন্দ উপভোগ করছেন। আর ভক্তরা বারবার বার্তা দিচ্ছেন—“কিং অ্যান্ড কুইন, সবসময় একসঙ্গে থাকুন।”