প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন রানি মুখার্জি
শ্রেষ্ঠ অভিনেতা শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসে
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২২:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি তাঁর দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
রানি মুখার্জি তার আলোচিত চলচ্চিত্র ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। পুরস্কার প্রাপ্তির পর উচ্ছ্বসিত রানি জানান, “আমি সত্যিই দারুণ খুশি ও গর্বিত। এ সম্মান আমার ৩০ বছরের অভিনয়জীবনকে আরও সমৃদ্ধ করল। দর্শকদের ভালোবাসা পেয়েছি, আজ বিচারকদের কাছ থেকেও এ স্বীকৃতি পেলাম—এটাই আমার কাছে সবচেয়ে বড় অর্জন।”
শ্রেষ্ঠ অভিনেতা শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসে
এবারের জাতীয় পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে প্রথমবারের মতো পুরস্কার জিতেছেন বলিউড কিং শাহরুখ খান। তার সঙ্গে যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মাননা পেয়েছেন প্রতিভাবান অভিনেতা বিক্রান্ত ম্যাসে।
অন্যান্য পুরস্কার ও সম্মাননা
আজীবন সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন দক্ষিণী সুপারস্টার মোহনলাল।
সেরা হিন্দি চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে ‘কাঁঠাল : আ জ্যাকফ্রুট মিসট্রি’।
বিশাল প্রশংসিত চলচ্চিত্র ‘সাম বাহাদুর’-এর ঝুলিতে গেছে একসঙ্গে তিনটি জাতীয় পুরস্কার।