জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৩ অক্টোবর, ফি ৪০০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫২, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:০৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আবার চালু হলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সময় সূচি অনুযায়ী, অনলাইনে ফরম পূরণ শুরু ১৩ অক্টোবর ২০২৫ ও শেষ ১৯ অক্টোবর ২০২৫।
পরীক্ষার্থীর ফি: ৪০০ টাকা।
শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ১২ অক্টোবর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হবে। সেখান থেকে নির্ধারিত সময়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
পরীক্ষার সময়সূচি
জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে ২১ ডিসেম্বর ২০২৫, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ২১ ডিসেম্বর বাংলা, ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত ও ২৪ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।
বিশেষ নির্দেশনা
১. পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে।
২. প্রবেশপত্র পরীক্ষার ৭ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।
৩. উত্তরপত্রের ওএমআর ফরম যথাযথভাবে পূরণ করতে হবে, ভাঁজ করা যাবে না।
৪. বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
৫. কেন্দ্রসচিব ছাড়া কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না।
অংশগ্রহণ ও বৃত্তি
নীতিমালা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষায় মোট ৪০০ নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে বাংলা ১০০, ইংরেজি ১০০, গণিত ১০০ এবং বিজ্ঞান ৫০ ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০ নম্বর।
বৃত্তি দুই ধরনের দেওয়া হবে—ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি। মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের জন্য এবং ৫০ শতাংশ ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে।
কর্তৃপক্ষের সতর্কবার্তা
অন্য বিদ্যালয়ে স্থানান্তরিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে, তবে আগের প্রতিষ্ঠানের মেধাক্রম বিবেচনা করে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। পরীক্ষার প্রশ্ন হবে অষ্টম শ্রেণির এনসিটিবি কর্তৃক প্রণীত পাঠ্যক্রম অনুযায়ী।