শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ডাকসু নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৪:৫০, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ডাকসু নেতাদের মতবিনিময়

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং সম্পাদকবৃন্দ।

সোমবার রাষ্ট্রদূতের আমন্ত্রণে রাজধানীতে অবস্থিত চীনা দূতাবাসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর নবমনোনীত কোষাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এইচ. এম. মোশারফ হোসেন।

সভায় ডাকসুর নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। আলোচনায় বিশেষভাবে উল্লেখ করা হয় প্রস্তাবিত চায়না-বাংলাদেশ মৈত্রী হল, যেখানে পাঁচ হাজার ছাত্রী আবাসনের সুযোগ পাবেন। এ বছরের মধ্যেই হলটির নির্মাণকাজ শুরু হবে বলে রাষ্ট্রদূত নিশ্চিত করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, গবেষণা, স্কলারশিপ এবং সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে যৌথ উদ্যোগ এগিয়ে নেওয়া হবে।

মতবিনিময় শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে চীনের রাষ্ট্রদূতও ডাকসু নেতাদের শুভেচ্ছা স্মারক উপহার দেন।

এ মতবিনিময় সভাকে দুই দেশের যুবসমাজ ও শিক্ষাঙ্গনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির এক নতুন দিগন্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন