শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচনে ভিপি পদে ২৪, জিএস প্রার্থী ২২

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৮:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

চাকসু নির্বাচনে ভিপি পদে ২৪, জিএস প্রার্থী ২২

দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৪ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ২৪ জন, জিএস পদে ২২ জন এবং এজিএস পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যান্য পদে প্রার্থীর সংখ্যা

খেলাধুলা সম্পাদক পদে ১২ জন, সহ-খেলাধুলা সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৭ জন, সহ-সাহিত্য সম্পাদক ১৫ জন, দপ্তর সম্পাদক পদে ১৭ জন, সহ-দপ্তর সম্পাদক পদে ১৪ জন, ছাত্রীকল্যাণ সম্পাদক পদে ১৩ জন, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ১১ জন প্রার্থী রয়েছেন।

এ ছাড়া গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্য সম্পাদক পদে ১৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ১৭ জন, সহ-যোগাযোগ সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৯ জন ও পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ২০ জন প্রার্থী রয়েছেন।

এ ছাড়া ৫টি নির্বাহী সদস্য পদে ৮৫ জন প্রার্থী চূড়ান্ত তালিকায় রয়েছেন।

মোট প্রার্থী প্রার্থী ৪১৪

চাকসু নির্বাচনে প্রথমে ৫২৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। জমা দেন ৪২৯ জন। প্রাথমিক যাচাই শেষে ২২ সেপ্টেম্বর ৪১০ জনের খসড়া তালিকা প্রকাশ করা হয়। পরে আপিল ও পুনর্বিবেচনায় কয়েকজন প্রার্থিতা ফেরত পান। সর্বশেষ ১১ জন প্রার্থিতা প্রত্যাহার করায় মোট সংখ্যা দাঁড়ায় ৪১৪ জনে।

মোট প্যানেল ১২

চাকসু নির্বাচনে ছাত্রদল নিজ নামে প্যানেল দিয়েছে। ইসলামী ছাত্রশিবির "সম্প্রীতির শিক্ষার্থী জোট" নামে অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট "দ্রোহ পর্ষদ" নামে লড়বে। ইসলামী ছাত্র আন্দোলন "সচেতন শিক্ষার্থী সংসদ" ঘোষণা করেছে।

পাহাড়ি ছাত্র পরিষদসহ বিভিন্ন বাম সংগঠন ও সামাজিক সংগঠন মিলে প্রায় ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন