অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২১-২৪ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২৩:২৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ঘোষিত রুটিন অনুযায়ী, ২০২৫ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর শুরু হয়ে ২৪ ডিসেম্বর শেষ হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ রুটিন প্রকাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে প্রতিটি বিদ্যালয়ের সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
পরীক্ষার নির্দেশনা
শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্টওয়াচসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
কেবল সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি থাকবে।
উত্তরপত্র পূরণের সময় ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড সঠিকভাবে লিখতে হবে।
যেসব বিষয়ে পরীক্ষা হবে
- বাংলা: ১০০ নম্বর
- ইংরেজি: ১০০ নম্বর
- গণিত: ১০০ নম্বর
- বিজ্ঞান: ৫০ নম্বর
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়: ৫০ নম্বর
প্রতিটি পরীক্ষার সময়সীমা: ৩ ঘণ্টা
মোট নম্বর: ৪০০
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে ফরম পূরণ: ৫–৯ অক্টোবর
ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১২ অক্টোবর
প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে
ফল প্রকাশের সম্ভাব্য তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।