রাকসু নির্বাচন পেছাল, হতে পারে ১৬ অক্টোবর
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৫, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০১:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, পূর্ব নির্ধারিত তারিখে ভোট অনুষ্ঠিত না হয়ে পিছিয়ে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
রাকসু নির্বাচন দেশের উচ্চশিক্ষা অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক এই সংস্থার নির্বাচন নিয়ে ছাত্রসমাজে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচনী তারিখ পরিবর্তনের ফলে ছাত্র সংগঠনগুলো নতুন করে কৌশল সাজাতে শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, কিছু কারিগরি প্রস্তুতি ও সময় ব্যবস্থাপনার কারণেই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ছাত্র সংগঠনগুলোর একাংশ মনে করছে, নির্বাচনী পরিবেশ আরও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য অতিরিক্ত সময় নেওয়া হয়েছে।
১৯৮৯ সালের পর রাকসু নির্বাচন আর হয়নি। তাই এবারকার ভোটকে অনেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত হিসেবে দেখছেন। পিছিয়ে যাওয়া নির্বাচনী তারিখ শিক্ষার্থীদের মাঝে কিছুটা হতাশা তৈরি করলেও অনেকে মনে করছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য এটি ইতিবাচক পদক্ষেপ।