শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

রাবি 

চলছে ‘কমপ্লিট শাটডাউন’, যথারীতি বন্ধ সব 

রাবি প্রতিনিধি 

প্রকাশ: ১৪:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫

চলছে ‘কমপ্লিট শাটডাউন’, যথারীতি বন্ধ সব 


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুবিধা সম্বলিত পোষ্য কোটা বহাল ও শিক্ষক লাঞ্চনার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-কর্মকর্তারা৷-কর্মচারীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সকাল ১০টা থেকে সকল কার্যক্রম স্থগিত রেখে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, “আমাদের পূর্বঘোষিত অনুযায়ী আজকের এই কর্মসূচি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।”

শাটডাউনের বিষয়ে দুপুর সাড়ে ১২টায় তারা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছেন বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন। বেলা দেড়টা পর্যন্ত বৈঠকটি চলে। তবে ওই বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এর আগে ‘পোষ্য কোটা’ পুনর্বহালের প্রতিবাদে শনিবার শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আন্দোলনের মুখে এদিন রাতেই পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত করে প্রশাসন এবং রবিবার সিন্ডিকেটের সভায়ও তা স্থগিত রাখা হয়।

এরপর শিক্ষক লাঞ্চিতের বিচার এবং পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রবিবার রাতে অফিসার্স সমিতি, ট্রেড ইউনিয়ন ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়।

টানা এই শাটডাউনের মধ্যে “ভোটার অনুপস্থিতি’র কারণ দেখিয়ে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসুর ভোট ২৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১৬ অক্টোবর করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন