নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১৫টি বার্মিজ গরু জব্দ
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৭:০৯, ১১ অক্টোবর ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মাঝিরকাটা এলাকায় অভিযান চালিয়ে ১৫টি বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী মাঝিরকাটা এলাকায় মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাপথে আনা গবাদিপশুর একটি চালান জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত দিয়ে গরু চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জব্দ করা গরুগুলো নিয়ম অনুযায়ী কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে বার্মিজ গরু বাংলাদেশে পাচার করা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির টহল জোরদার হওয়ায় চোরাচালানকারীদের তৎপরতা কিছুটা হ্রাস পেয়েছে।