এবার উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০২:২২, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:০৭, ১০ অক্টোবর ২০২৫

উখিয়া সীমান্ত- ফাইল ছবি
কক্সবাজারের উখিয়া সীমান্তের কয়েকটি এলাকার পাশাপাশি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে আবার প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টার পর থেকে থেমে থেমে গুলির শব্দ ভেসে আসার কথা জানিয়েছেন স্থানীয়রা। এতেে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্তের ওপারে বিভিন্ন এলাকা থেকে গোলাগুলির শব্দ ভেসে আসার কথা সমাজকালকে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে পালংখালী ইউনিয়নের ধামনখালী, বালুখালী, রহমতের বিল, নলবনিয়া, আঞ্জুমান পাড়া সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে গোলাগুলির প্রচণ্ড শব্দ ভেসে আসতে শুনেছেন বলে তাকে স্থানীয়রা জানান। পার্শ্ববতী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তেও গোলাগুলির শব্দ ভেসে আসার খবর পাওয়া গেছে। এতে স্থানীয়দের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে। গোলাগুলির শব্দ ভেসে আসার সময় কেউ কেউ নিজ বাড়িতে নিরাপদে অবস্থান নেন। অনেকে উদ্বেগ আর উৎকণ্ঠায় রাত জেগে কাটাচ্ছেন।
রাত ১টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ অব্যাহত ছিল বলে জানান ওই ইউপি চেয়ারম্যান।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, মধ্যরাতে গোলাগুলির শব্দ ভেসে আসার খবরটি শুনে তিনি সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন। সীমান্তে বিজিবি সতর্কতার সঙ্গে নজরদারি অব্যাহত রেখেছে।
এর আগে গত ৪ অক্টোবর মধ্যরাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের চাকমা পাড়া সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছিল।
স্থানীয়রা জানিয়েছে, মিয়ানমারের সরকারি বাহিনীকে যুদ্ধে হটানোর পর থেকে দেশটির অভ্যন্তরের পুরো সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। তবে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণের পাশাপাশি আধিপত্য বিস্তারে আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে নেমেছে আরসা ও আরএসওসহ রোহিঙ্গাদের আরও কয়েকটি সশস্ত্র সংগঠন। ইতিমধ্যে মিয়ানমারের বিবদমান এসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে।