শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

এম. এ. আযম, কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশ: ২২:০১, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৩২, ১ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কৃষক জাহাঙ্গীর হোসেন (৪০) ও তার স্ত্রী রুবি বেগম (৩২)।

সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরের ভেতরেই ছিলেন। পাশের ঘরে ছিল তাদের তিন সন্তান। হঠাৎ বজ্রপাত সরাসরি জাহাঙ্গীরের টিনের ঘরে আঘাত হানলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে আশ্চর্যজনকভাবে সন্তানরা অক্ষত থাকে।

স্থানীয়রা জানায়, নিহত দম্পতির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে। বাকি সন্তানরা এখন পিতা-মাতাহীন হয়ে পড়ল।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানিয়ে স্থানীয়রা বলছেন, সন্তানরা মা-বাবাকে হারিয়ে এখন একেবারে নিঃস্ব হয়ে গেল।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন