মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

ট্রাম্পের শান্তি পরিকল্পনা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ: অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০:২০, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:১২, ১০ অক্টোবর ২০২৫

ট্রাম্পের শান্তি পরিকল্পনা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ: অ্যামনেস্টি

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি-সংক্রান্ত চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়নে হামাস ও ইসরায়েলের সম্মতি ঘোষণার পরপরই এর সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বৃহস্পতিবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, বর্তমান পরিকল্পনা গাজার সাধারণ মানুষের দুই বছরের দুর্ভোগ মুছে দিতে পারবে না এবং তা অনেক মৌলিক দাবিকে অগ্রাহ্য করেছে।

ক্যালামার্ড বলেছেন, দীর্ঘ নিঃশ্বাস কাটানো শান্তি চাইলে অবিলম্বে গাজার ওপর ইসরায়েলি অবরোধ তুলে নিতে হবে এবং সেখানে মানবিক সাহায্যের ব্যাহতিবিহীন প্রবাহ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘‘এই চুক্তি যা প্রতিশ্রুতি দেয়, তা গাজার মানুষের সঙ্গে তাদের সহ্য করা অতীতের সঙ্গে কোনো মিল রাখে না; এটি একটি বিলম্বিত পদক্ষেপ মাত্র।’’

অ্যামনেস্টি বলছে পরিকল্পনাটি নৃশংস অপরাধের শিকারদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে ব্যর্থ এবং অপরাধীদের জবাবদিহিতার প্রশ্নে কোনো কার্যকর সুচিহ্ন রেখে না। ক্যালামার্ডের মতে, টেকসই যুদ্ধবিরতি স্থাপন করতে হলে কেবল অস্ত্রবিরতি নয়, অবৈধ দখলবাজির সমাপ্তি, বর্ণবাদের মতো কাঠামোগত প্রতিকূলতাগুলো ভেঙে দেওয়া এবং দায়ীকরণ প্রক্রিয়া চালু করা জরুরি।

নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, প্রথম ধাপ হিসেবে যে জিম্মি মুক্তি-এবং যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা এসেছে, তা স্বাগত যোগ্য; তবে স্থায়ী শান্তি ও ন্যায়বিচারের নিশ্চয়তা কেবল তা থেকেই আসে না। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, তদন্ত-প্রক্রিয়া ও আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত না করলে পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যায়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট
নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত
নারী ক্রিকেট বিভাগের প্রধান হলেন রুবাবা
অপরাধী হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেবে বাংলাদেশ-পাকিস্তান: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ দিনে ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়ালো
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা
আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক