রেকর্ড জুটি গড়েও জয় এলো না, কিউইদের কাছে হেরে গেল উইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:২৪, ৯ নভেম্বর ২০২৫
রেকর্ড জুটি গড়েও জয় এলো না, কিউইদের কাছে হেরে গেল উইন্ডিজ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
নেলসনের স্যাক্সটন ওভালে দারুণ এক লড়াই উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু শেষ পর্যন্ত জয়টা এল না। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ল ক্যারিবীয়রা। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন কিউই স্পিনার ইশ সোধি।
প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৭৭ রান। জবাবে ব্যাট হাতে ভালো সূচনা না পেলেও শেষ দিকে রোমারিও শেফার্ড ও সামার স্প্রিঙ্গার নবম উইকেটে রেকর্ড ৭৮ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। এটি ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ নবম উইকেট পার্টনারশিপ, এমনকি টেস্ট খেলুড়ে কোনো দলের ক্ষেত্রেও রেকর্ড।
তবুও শেষ হাসি কিউইদের। শেষ বলের আগেই ১৬৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ম্যাচে জয় ভাগাভাগি হলেও, এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। সিরিজের চতুর্থ ম্যাচ আগামীকাল সকালেই একই মাঠে অনুষ্ঠিত হবে।
