বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ভারতীয় আম্পায়ারের দুই বিতর্কিত সিদ্ধান্ত, ইংল্যান্ডের কাছে হার বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:২৬, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৪৮, ৮ অক্টোবর ২০২৫

ভারতীয় আম্পায়ারের দুই বিতর্কিত সিদ্ধান্ত, ইংল্যান্ডের কাছে হার বাংলাদেশের 

নারী বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেও হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় টিভি আম্পায়ারের দুটি বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচের মোড় ঘুরে যায়, শেষ পর্যন্ত ইংল্যান্ড ৪ উইকেটে জয় পায়।

ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইটের ৭৯ রানের ইনিংসই শেষ পর্যন্ত বাংলাদেশের জয়কে কেড়ে নেয়।

বাংলাদেশের বোলাররা যখন শুরুতেই ইংলিশ ব্যাটারদের চাপে ফেলছিলেন, তখনই আসে দুটি বিতর্কিত সিদ্ধান্ত-

১. শূন্য রানে নাইটের ক্যাচ উইকেটের পেছনে নেন নিগার সুলতানা জ্যোতি—মাঠের আম্পায়ার আউট দিলেও তৃতীয় আম্পায়ার ভারতের গায়াত্রী ভেনুগোপালান পর্যাপ্ত প্রমাণ না থাকায় সেটি বাতিল করেন।

২. এরপর ১৩ রানে নাইটের আরেকটি ক্যাচ মুঠোবন্দি করেন স্বর্ণা আক্তার, কিন্তু এবারও টিভি আম্পায়ার একই সিদ্ধান্ত দেন—‘নট আউট’। 

ম্যাচের পর নিজেই নাইট বলেন, “আমি ভেবেছিলাম দ্বিতীয়বারেই আউট হয়ে গিয়েছিলাম।”

এই দুই সিদ্ধান্তের পরই ম্যাচের গতি পাল্টে যায়, আর বাংলাদেশের জয়ের আশা ধীরে ধীরে মিলিয়ে যায়।

১৭৯ রানের লক্ষ্য নিয়েও বাংলাদেশের বোলাররা দারুণ সূচনা করেন। প্রথম ওভারের শেষ বলে মারুফা আক্তারের উইকেট, এরপর ফাহিমা খাতুনের জোড়া আঘাতে ইংল্যান্ডের রান দাঁড়ায় ১০৩/৬।

বাংলাদেশ তখনও স্বপ্ন দেখছিল— অবশেষে বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডকে হারানোর। কিন্তু নাইটের অভিজ্ঞতা ও শান্ত ইনিংসের সামনে সেই স্বপ্ন ভেঙে যায়। চার্লি ডিনের সঙ্গে ৭৯ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন নাইট।

এর আগে বাংলাদেশের ইনিংস থামে ১৭৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন সোবহানা মোস্তারি (১০৮ বলে), আর ৯ নম্বরে নেমে ঝড়ো ৪৩ রান করেন রাবেয়া খান (২৭ বলে ৬ চার ও ১ ছক্কা)।

বল হাতে ফাহিমা খাতুন নেন ৩ উইকেট, বোলিংয়ে সহায়তা করেন মারুফা ও সানজিদা আক্তার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ১৭৮ (রুবাইয়া ৪, শারমিন ৩০, নিগার ০, সোবহানা ৬০, স্বর্ণা ১০, রিতু ৫, ফাহিমা ৭, নাহিদা ১, রাবেয়া ৪৩*, সানজিদা ১; বেল ৭-১-২৮-১, স্মিথ ৯.৪-১-৩৩-২, সিভার-ব্রান্ট ৫-০-৩২-০, ডিন ১০-২-২৮-২, ক্যাপসি ৮-১-৩১-২)

ইংল্যান্ড: ৪৬.১ ওভারে ১৮২/৬ (বাউমন্ট ১৩, জোন্স ১, নাইট ৭৯*, সিভার-ব্রান্ট ৩২, ডাঙ্কলি ০, ল্যাম্প ১, ক্যাপসি ২০, ডিন ২৭*; মারুফা ৫-০-২৮-২, নাহিদা ৮-১-৩৪-০, সানজিদা ৭-০-২৪-১, রাবেয়া ৭-১-৩৯-০, ফাহিমা ১০-২-১৬-৩, স্বর্ণা ৭-০-৩৩-০, রিতু ২-১-৩-০, সোবহানা ০.১-৪-০)

বাংলাদেশ: ১৭৯/১০ (৪৭.৩ ওভার)
ইংল্যান্ড: ১৮০/৬ (৪৭.১ ওভার)
ফল: ইংল্যান্ড জয়ী ৪ উইকেটে
ম্যাচসেরা: হিদার নাইট (৭৯ রান, ১১১ বল)

আরও পড়ুন