বিরাট–রোহিতকে দেখতে টিকিট শেষ!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:১৪, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:১৮, ৭ অক্টোবর ২০২৫

ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ২২৪ দিন পর আবারও একসঙ্গে দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে। চলতি বছরের ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার বাইশ গজে নামেন এই দুই তারকা। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের প্রত্যাবর্তন ঘিরে সৃষ্টি হয়েছে প্রবল উন্মাদনা।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি–টোয়েন্টি মিলিয়ে মোট আট ম্যাচের প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে। ১ লক্ষ ৭৫ হাজারেরও বেশি টিকিট ইতিমধ্যে বিক্রি হয়েছে, হাতে রয়েছে মাত্র ৩০ হাজার। পারথ স্টেডিয়ামে কিছু টিকিট বাকি থাকলেও অ্যাডিলেড ও সিডনির সব টিকিট নিঃশেষ।
শেষবার একসঙ্গে?
এই সফর হয়তো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে “রো–কো যুগ”-এর শেষ অধ্যায় হতে চলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গের কথায়,“এটাই হয়তো শেষবার, যখন আমরা বিরাট কোহলি ও রোহিত শর্মাকে আমাদের দেশে একসঙ্গে খেলতে দেখব। তাঁদের আন্তর্জাতিক অবদান অসাধারণ, তাই আমরা তাঁদের বিদায়ী সংবর্ধনার বিশেষ আয়োজন রাখব।”
এই মন্তব্যের পর থেকেই সমর্থকদের মধ্যে বিরাট–রোহিত যুগের বিদায়ঘণ্টা বাজছে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
সূচি
অস্ট্রেলিয়া সফরের সূচনা হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে।
পরের ম্যাচ দুটি ২৩ অক্টোবর অ্যাডিলেড ওভাল এবং ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
এরপর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।
পরবর্তী ম্যাচগুলো ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর ও ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
রোহিত শর্মা অধিনায়কত্ব ছাড়লেও দলে রয়েছেন শুভমান গিলের নেতৃত্বে কোহলি-রোহিত দু’জনই। তাই তাদের একসঙ্গে দেখা যাবে—এ খবরেই উচ্ছ্বসিত গোটা ক্রিকেটবিশ্ব।
রো–কো যুগের উত্তরাধিকার
গত এক যুগ ধরে ভারতীয় ক্রিকেটে “রো–কো” জুটি মানেই রানের নিশ্চয়তা। মাঠে তাঁদের পারস্পরিক বোঝাপড়া, শট প্লেসমেন্ট ও নেতৃত্বের ধরন ভক্তদের কাছে কিংবদন্তি হয়ে উঠেছে। সেই কারণেই হয়তো, সম্ভাব্য শেষবার তাঁদের দেখতে টিকিট বিক্রির এমন উন্মাদনা—যা ক্রিকেট ইতিহাসেও বিরল।
হয়তো সত্যিই এই সিরিজই ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান ঘটাবে। আর তাই ক্রিকেটপ্রেমীরা গলা ফাটিয়ে বলছেন—“শেষবারের মতো রো–কোকে দেখব, সেটাই সৌভাগ্য।”