বিশ্বকাপে একাদশে দুই পরিবর্তন
ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:০৭, ৭ অক্টোবর ২০২৫

ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে। ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। অপরদিকে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, “আমরা টস জিতলেও ব্যাটিংই নিতাম।”
প্রথম ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জ্বল বাংলাদেশ দল আজ দুটি পরিবর্তন এনেছে একাদশে। আগের ম্যাচের জয়ী কম্বিনেশন ভেঙে নতুন করে সাজানো দলে আনা হয়েছে রুবিয়া হায়দার ও সানজিদা আক্তার মেঘলাকে। বাদ পড়েছেন আগের ম্যাচে খেলা দুই ক্রিকেটার।
অন্যদিকে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে উড়িয়ে দেয়। সেই দাপুটে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে তারা। ইংল্যান্ড অধিনায়ক জানান, “আগের ম্যাচের পর দল স্বাভাবিক প্রস্তুতি নিয়েছে। এখন ছন্দ বজায় রাখাই লক্ষ্য।”
দুই দলের একাদশ
ইংল্যান্ড নারী দল:
ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটকিপার), হিদার নাইট, ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডানকলে, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফি একলস্টোন, লিনসি স্মিথ, লরেন বেল।
বাংলাদেশ নারী দল:
রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মানরুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা।
বাংলাদেশের জন্য এটি বড় চ্যালেঞ্জের ম্যাচ। ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটিং লাইনআপের বিপরীতে বাংলাদেশের মূল ভরসা স্পিন আক্রমণ—বিশেষ করে নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনের নিয়ন্ত্রিত বোলিং। ব্যাটিংয়ে দায়িত্ব নিতে হবে অধিনায়ক নিগার সুলতানা ও ওপেনার শারমিন আক্তারকে। প্রথম ম্যাচের জয় আত্মবিশ্বাস জোগাবে, তবে ইংল্যান্ডের শক্ত প্রতিপক্ষ হওয়ায় শুরুর উইকেট ধরে রাখা হবে প্রধান লক্ষ্য।