‘পাগল’ অজুহাতে ক্যাপ্টেন থেকে বাদ রোহিত!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩:০১, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:০৯, ৬ অক্টোবর ২০২৫

সাদা বলে ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা। তার অধীনে দেশ জিতেছে দুটি আইসিসি ট্রফি—টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫। আন্তর্জাতিক ক্রিকেটে একশোর কাছাকাছি ম্যাচে নেতৃত্ব দিয়ে রোহিতের জয় শতাংশ ৭৩.৫—যা এক কথায় অসাধারণ। তবু এত সফল একজন নেতার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে অধিনায়কত্বের ব্যাটন।
কিন্তু এই সফল রোহিতকেই এক সময় মুম্বাই ক্রিকেটে `পাগল’ বলে বাতিল করা হয়েছিল—এই চমকপ্রদ তথ্য জানালেন তার সতীর্থ ও ভারতের সাবেক অলরাউন্ডার অভিষেক নায়ার।
নায়ার জানিয়েছেন, ‘খুব কম মানুষ জানেন, রোহিতকে এক সময় মুম্বাই রঞ্জি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন দলের স্থায়ী অধিনায়ক অজিত আগরকর চোট পেয়ে বাইরে ছিলেন। স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হিসেবে রোহিতকে দায়িত্ব দেওয়া হয় দুটি ম্যাচের জন্য। এরপরই অনেকে বলেছিল—‘ইয়ে পাগল হ্যায়’। মুম্বাই ক্রিকেট মহলে ধারণা ছিল, রোহিত অবিশ্বাস্য ক্রিকেটার হলেও ক্যাপ্টেন হিসেবে অতিরিক্ত মেজাজি ও আবেগপ্রবণ।’
তবে সেই ‘মেজাজি’ ক্রিকেটারই পরে ভারতীয় দলের ইতিহাসে নেতৃত্বের নতুন সংজ্ঞা তৈরি করেছেন। নায়ার আরও বলেন, “রোহিতের নেতৃত্ব আমি নিজে কাছ থেকে দেখেছি। যখন ওর কাছ থেকে অধিনায়কত্ব আমার হাতে আসে, তখন থেকেই বুঝেছিলাম ওর দৃষ্টিভঙ্গি কতটা গভীর। ও ক্রিকেটকে বিশ্লেষণ করে, চিন্তা করে, নেতৃত্ব দেয়—যা অন্যদের মধ্যে খুবই বিরল।”
কিন্তু এখন রোহিতের হাত থেকে ওয়ানডে নেতৃত্বও চলে গেছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর বলেছেন, ‘তিনটি ফরম্যাটে তিন অধিনায়ক রাখা বাস্তবে অসম্ভব। ওয়ানডে ম্যাচ এখন তুলনামূলকভাবে কম। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্য নতুন অধিনায়ককে সময় দিতে হবে।’
অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার মধ্য দিয়েই শেষ হয়েছে এক যুগের অধ্যায়—ওয়ানডে ফরম্যাটে নতুন নেতা হয়েছেন শুভমান গিল। যদিও দলে রয়েছেন রোহিত ও বিরাট, তবু অনেকেই আশঙ্কা করছেন, জাতীয় দলের হয়ে রোহিতের সময় হয়তো শেষের পথে।
তবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ‘পাগল’ তকমা পাওয়া সেই রোহিতই প্রমাণ করেছেন—বুদ্ধি, ধৈর্য ও নেতৃত্বদক্ষতার মিশেলে এক পাগলও হয়ে উঠতে পারে কিংবদন্তি নেতা।
সূত্র: আজকাল