শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করল আইসিসি

 তবে টুর্নামেন্টে অংশ নিতে পারবে দলগুলো

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১১:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করল আইসিসি


বারবার দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার আইসিসির বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্তের ফলে তা অবিলম্বে কার্যকর হয়েছে।
আইসিসি জানিয়েছে, কার্যকর প্রশাসনিক কাঠামো তৈরি করতে না পারা, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (ইউএসওপিসি) স্বীকৃতি না পাওয়া এবং ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডের কারণে এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।
তবে সদস্যপদ স্থগিত হলেও যুক্তরাষ্ট্রের জাতীয় পুরুষ ও নারী দল আইসিসির সব ধরনের টুর্নামেন্টে অংশ নিতে পারবে। এমনকি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতি কর্মসূচিতেও বাধা থাকছে না।
এই সময়ে জাতীয় দলের হাই-পারফরম্যান্স কর্মসূচি ও খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম সরাসরি তদারকি করবে আইসিসি ও তাদের নিযুক্ত প্রতিনিধিরা।
যুক্তরাষ্ট্র ক্রিকেটে কাঠামোগত সংস্কার আনতে একটি নরমালাইজেশন কমিটি গঠন করা হবে। তারা নতুন শাসন কাঠামো, কার্যক্রম ও সংগঠন সংস্কারের পরিকল্পনা তৈরি করবে। পরিবর্তন প্রক্রিয়ার পূর্ণ পর্যবেক্ষণ ও বাস্তবায়নের দায়িত্বও এই কমিটির ওপরই থাকবে।
ক্রিকেটের বৈশ্বিক বিস্তারের অন্যতম কৌশলগত ক্ষেত্র হিসেবে যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ মনে করে আসছে আইসিসি। ২০২৮ অলিম্পিকের আয়োজক দেশ হিসেবে ক্রিকেটে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বারবার প্রশাসনিক ব্যর্থতা ও স্বীকৃতি সংকটের কারণে আইসিসি এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন