সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

রাজধানীতে সেনা অভিযানে তিন সন্ত্রাসী আটক

প্রকাশ: ০৮:২৯, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৮:৩০, ১২ অক্টোবর ২০২৫

রাজধানীতে সেনা অভিযানে তিন সন্ত্রাসী আটক

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযানে তিনজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বসিলা আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. সেলিম (৫৫), সোহান (২৩) ও নওশাদ (৩০)। সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।

তদন্তসংশ্লিষ্টরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উদ্যান এলাকায় ট্রাক মালিক হারুনুর রশিদের ওপর হামলার ঘটনায় সেলিম ও সোহানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সকালে একযোগে অভিযান চালিয়ে আটক করা হয়।

ভুক্তভোগী হারুনুর রশিদ বলেন, ‘ফ্ল্যাট দখলের চেষ্টা ব্যর্থ হলে সেলিম ও তার সহযোগীরা আমার ওপর নির্মমভাবে হামলা চালায়। প্রাণ বাঁচাতে অফিসে আশ্রয় নিলেও তারা সেখানে গিয়েও আমাকে কুপিয়ে জখম করে।’

এর আগে গত ৬ আগস্ট সেলিমের বাসায় অভিযান চালিয়েও তাকে আটক করা যায়নি। তবে সেদিন সেখান থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র ও ককটেল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনা সূত্র।

অন্যদিকে, নওশাদ জেনেভা ক্যাম্প এলাকার পরিচিত অপরাধী। তার বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে, যেগুলোর মধ্যে কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে। বোমা ও ককটেল তৈরির কারিগর হিসেবে তিনি এলাকাজুড়ে পরিচিত বলে সেনাবাহিনী জানিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বাধীন পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনা কর্মকর্তার ভাষায়, রাজধানীর নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা