রেজাউল কারীমের গুচ্ছ কবিতা
রেজাউল কারীম
প্রকাশ: ২১:১১, ৭ ডিসেম্বর ২০২৫
রেজাউল কারীম
ফুলের নাভি
★
সারাদিন ধরে ভেঙ্গে পড়েছে আকাশ।
আমাকে কিছুই বলো না আজ সন্ধ্যায়।
চলো এতটুকু অভিমান রেখে
বেঁচে থাকি আমরা।
ঘুমের আমেজে ভেঙ্গে পড়া আকাশে
ছড়িয়ে দিই অজস্র ফুলের নাভি,
তাকে বুকে নিয়ে ফিরে যাই ঘরে।
রাত হয়েছে ঢের,
পাতার উপরে উড়ছে দুটো জোনাকি
বহুদিন পর।
শহরে ইনসমনিয়া
★
কোন শীতের দেশে উড়ছ হে,
আমার ভ্রমণকারী এ্যালবাট্রস?
দেখা হয় না, কথা হয় না
বহুদিন, বহুবছর!
তবুও তোমার বিশাল ডানার
শীর্তাত ছায়ার উড়ন্ত নৈসঙ্গে
আমার শহরে ইনসমনিয়া,
আমার শহর বরফ জলে…
কিচ্ছু যায়-আসে…
★
ইচ্ছে হয় না তোমার কাছে যেতে।
সত্যি সত্যিই ইচ্ছে করে না একবারও।
মনে হয় তোমারও
তেমনই অনিচ্ছার যত ঢল জেঁকে বসেছে
আমার কাছে না আসার।
এইসব অনিচ্ছায় দিন যাচ্ছে,
রাত যাচ্ছে তোমার আমার।
চটকে যাচ্ছে প্রতিটি মদির হাওয়ার বসন্ত।
তবুও এখন এসবে
আর কিচ্ছু যায়-আসে না
আমাদের দুজনের।
উড়ে যায় প্রজাপতি
★
সন্ধ্যের ছায়ার মতো বুক থেকে ঘড়িয়ে নামে
কালো কালো রক্ত।
বলা হয়ে ওঠে না
যে কথাগুলো বলার ছিল।
আবার যেন কী ভেবে
একা একা চলে যাই দূরে।
কিছু খুচরো ভুলে
ঘর জুড়ে শীত নামে।
সত্যি বলছি, তিন সত্যি
শীত ছাড়া
নিজেকে নিয়ে আমার কোনো
দুঃখ নেই, কষ্ট নেই।
তবু প্রতিদিন অঝোরে বৃষ্টি নামে,
উড়ে যায় প্রিয় প্রজাপতি।
জমা করছি অভিশাপ
★
অত সহজ নয়,
তবু নিজেকে তিলে তিলে
প্রায় চৌচির করে,
শেষ জলটুকুতে জিইয়ে রেখেছি
একটি অদৃশ্য মৃত মাছ।
যে মাছ আমাকে ভালোবাসে,
অভিশাপও দেয় উঠতে-বসতে।
আমি জমা করছি তার সমস্ত অভিশাপ।
