রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

শীতেও মঞ্চে বর্ষণমূখর সন্ধ্যা নামালো ‘আষাঢ়স্য প্রথম দিবসে’

শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ: ১৮:৪৩, ৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২০, ৬ ডিসেম্বর ২০২৫

শীতেও মঞ্চে বর্ষণমূখর সন্ধ্যা নামালো ‘আষাঢ়স্য প্রথম দিবসে’

‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকটি ‘কালিদাস আর মল্লিকার প্রেমে উত্তাপ-অনুতাপ, অপেক্ষা-উপেক্ষার আখ্যান’। ছবি: থিয়েটার ফ্যাক্টরি

থিয়েটার ফ্যাক্টরির আলোচিত প্রযোজনা ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকের ৪৩-৪৪তম শো’ যেন এই শীতেও শ্রাবণের ধারার মতো বর্ষণমূখর সন্ধ্যা নামিয়েছিল রাজধানীর মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।

‘প্রকৃতি ও প্রেম কেমন হাত ধরাধরি করে চলে; প্রেম কীভাবে শিল্প সৃষ্টির রসদ জোগান দেয়; প্রেম কতো আদরে-যতনে, অপেক্ষায়-উপেক্ষায় ধ্রুবতারার মতো জীবনের আঙিনায় জেগে থাকে—এমন অনেক গহন-অবগাহনের ডাক পাঠায় ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকটি। আলোকিত হয় শিল্পীর সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের বহু জানা-অজানা দিক। এমনকি রাষ্ট্রীয় অনুগ্রহ আর চিন্তার স্বাধীনতার মতো স্পর্শকাতর প্রসঙ্গও’। 

‘অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্‌বৃত অম্বর হে গম্ভীর’-এ দর্শকদের মাতিয়ে তোলে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’র শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটার প্রদর্শনী দুটি। শীতের রুক্ষতা ও বর্ষার সতেজতা মিলে এক অদ্ভুত আবহ তৈরি হয় মঞ্চে, যেটি রবীন্দ্রনাথের গানে ও কালিদাসের মেঘদূতের সমন্বয়ে প্রকৃতি ও মানবমনের অসাধারণ চিত্র ফুটিয়ে তোলে। 

নাটকের আখ্যান রচিত হয়েছে কবি কালিদাসকে ঘিরে। তবে নির্দেশক নাট্যজন অলোক বসুর মতে, এটি কালিদাসের জীবনী নয়। এ নাটকে মল্লিকা এক অনিবার্য চরিত্র। কালিদাস আর মল্লিকার জীবনের নানা মর্মস্পর্শী ঘটনা নিয়ে এগিয়েছে নাটক।

প্রথিতযশা নাট্য নির্দেশক থিয়েটার ফ্যাক্টরির প্রধান এই কারিগর জানান, নাটকে কবি কালিদাসের জীবনের বিচিত্র পর্ব তুলে আনা হয়েছে। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে কালিদাসের আবির্ভাব, তার জীবনে প্রেম ও প্রকৃতি উঠে এসেছে। পাশাপাশি ক্ষমতার সঙ্গে সৃজনশীলতার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে বের হয়ে এসে কবি কালিদাস কীভাবে কবিতার কাছে ফিরে আসতে চেয়েছেন, তা অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে উঠে এসেছে এ নাটকে।  

নাটকটি হিন্দি ভাষায় রচনা করেছেন মোহন রাকেশ। বাংলায় অনুবাদ করেছেন প্রখ্যাত নাট্য গবেষক, প্রাবন্ধিক অংশুমান ভৌমিক। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান। মঞ্চ পরিকল্পনা করেছেন কামালউদ্দিন কবির।

সংগীত, পোশাক ও দ্রব্যসামগ্রীর পরিকল্পনা রামিজ রাজু, মহসিনা আক্তার ও শামসুন নাহার বিউটির। কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সঞ্জিতা শারমীন, শামসুন নাহার বিউটি, রামিজ রাজু, শারমীন মাসরুরা খানম, হাসানুজ্জামান খান, মিশাল সমাপ্ত, আর কে এম মোহ্‌সেন, দিপু মাহমুদ, অলোক বসু, মুকুল সিরাজ, সুরভী রায়, আশা আক্তার, আয়েশা হিমু, বাপ্পী প্রমুখ।

প্রকৃতি ও প্রেম হাত ধরাধরি করে চলে; প্রেম শিল্প সৃষ্টির রসদ জোগান দেয়- এমন গহন-অবগাহনের ডাক পাঠায় নাটকটি। ছবি: থিয়েটার ফ্যাক্টরিঅনুবাদক অংশুমান ভৌমিক বলেন, ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ শিরোনামটিও মহাকবি কালিদাসের মেঘদূত থেকে নেওয়া বিখ্যাত উক্তি, যা বর্ষার আগমনকে বোঝায়। এ নাটকে কবি কালিদাসকে দেখা যাবে এক ভিন্ন আলোয়। আর সেই আলোক বর্তিকাটি বয়ে বেড়ায় মল্লিকা। এটি কালিদাসের জীবনীনাট্য নয়। বরং কালিদাস আর মল্লিকার প্রেমে উত্তাপ-অনুতাপ, অপেক্ষা-উপেক্ষার আখ্যান’। 

আর নির্দেশক অলোক বসু বলেন, ‘যারা কবি কালিদাসকে জানেন, তার কাব্য ও নাটকের খোঁজ রাখেন কিংবা এসব কিছুরই খবর রাখেন না, তাদের সবারই ভালো লাগবে’। 

থিয়েটার ফ্যাক্টরির প্রথম প্রযোজনা ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকটি মঞ্চে প্রথম আসে ২০১৯ সালের ২৫ জুলাই। শুরু থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলছে মঞ্চসফল নাটকটি। 

ঢাকা, চট্টগ্রাম, কলকাতাসহ বিভিন্ন স্থানে নাটকটির অনেকগুলো প্রদর্শনী হয়েছে। 

‘২৩তম ভারত রঙ্গ মহোৎসব ২০২৪’ - এ নির্বাচিত নাটক হিসেবেও বাংলাদেশ থেকে আমন্ত্রণ পায় ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। মহোৎসবের অংশ হিসেবে বাংলাদেশের পাঁচটি নাটক নিয়ে গত বছরের ১ থেকে ৫ ফেব্রুয়ারি জাতীয় শিল্পকলা একাডেমিতে হয় ‘ভাষার সঙ্গ নাট্যরঙ্গ বাংলাদেশ উৎসব’। উৎসবে প্রদর্শিত  ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ আলোড়ন তোলে ভারতীয় দর্শকদের মাঝেও।  

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার