চট্টগ্রামে ‘আবৃত্তিযোগ’–এর আবৃত্তিসন্ধ্যা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১১:৩৮, ৬ ডিসেম্বর ২০২৫
“চির-অবনত তুলি আজ গগনে উচ্চ শির”—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো আবৃত্তিযোগ-এর একটি মনোমুগ্ধকর আবৃত্তিসন্ধ্যা। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম (টিআইসি)-র লেকচার হলে আয়োজিত এ অনুষ্ঠান জমজমাট পরিবেশনা ও দর্শক-উৎসাহে পরিণত হয় এক প্রাণবন্ত সাহিত্যআড্ডায়।
দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠন থেকে অংশ নেন ছয় তরুণ ও প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী—মুক্তাক্ষর সিলেটের হিমেল মাহমুদ, নির্মাণ আবৃত্তি অঙ্গনের ইতি সর্ববিদ্যা পুষ্পা ও অর্ণব বড়ুয়া, কণ্ঠনীড় বাচিক শিল্পচর্চাকেন্দ্রের তাজুল ইসলাম, বয়ান শিল্পাঙ্গনের জান্নাতুল কবিতা এবং শব্দনোঙর আবৃত্তি সংগঠনের সায়েম উদ্দীন।
তাদের কণ্ঠে উঠে আসে সময়ের অস্থিরতা, সামাজিক বাস্তবতা, প্রেম-বিরহ, মানবিক বোধ, দেশপ্রেম ও সমকালীন প্রেক্ষাপটের নানা কবিতা। শিল্পীদের স্বতঃস্ফূর্ত পরিবেশনা, আবেগময় উচ্চারণ আর দেহভঙ্গিমা অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দেয়; আর শ্রোতাদের মন জয় করে নেয় মুহূর্তেই।
সমাপনী সেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন—
“প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন বেগবান করতে এমন প্রাণবন্ত আবৃত্তিসন্ধ্যা আমাদের দর্শক ও তরুণ শিল্পীদের গভীরভাবে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠান শেষে বক্তব্য দেন আবৃত্তিশিল্পী ও নাট্যকর্মী প্রবীর পাল, আবৃত্তিশিল্পী ও সংগঠক সেলিম রেজা সাগর এবং আবৃত্তিশিল্পী ও সাংবাদিক নাজমুল আলিম সাদিকী। বক্তারা বলেন, তরুণ প্রজন্মের এমন আবৃত্তি আবেগ ও সাহিত্যচর্চা দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে।
