রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সুরসুধা সঙ্গীতায়নের সাংস্কৃতিক আয়োজন মাতালেন দৃষ্টি প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:২৮, ৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৪৯, ৪ ডিসেম্বর ২০২৫

সুরসুধা সঙ্গীতায়নের সাংস্কৃতিক আয়োজন মাতালেন দৃষ্টি প্রতিবন্ধীরা

দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের পরিবেশনা সবাইকে অভিভূত করে। ছবি: সমাজকাল

২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিবন্ধীদের বিশেষ সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার সমাপনী আয়োজন করেছে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের সংগঠন সুরসুধা সঙ্গীতায়ন। 

রাজধানীর মোহাম্মদপুরে বুধবারের (৩ ডিসেম্বর) আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, বিশিষ্ট সমাজসেবক ও সংগীতশিল্পী ড. মাশরুরা শফিক স্বপ্না, বিশিষ্ট শিশুশল্য চিকিৎসক ড. বিজয় কৃষ্ণ দাস, বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দীন আহমেদ আলম এবং ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকার রাহেনুমা খানম ও আফরোজা কবির। 

দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার, সম্মান, সামাজিক অংশগ্রহণ এবং দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা। 

তারা বলেন, সঠিক পরিচর্যা, উপযুক্ত সুযোগ ও ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা গেলে প্রতিবন্ধীরা জাতির শক্তিতে পরিণত হতে পারেন। সংগঠনটির পাশে থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের উন্নতি ও অগ্রগতিতে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস ও প্রত্যাশাও জানান তারা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক  শাহাবুদ্দিন দোলন। তিনি জানান, দৃষ্টি প্রতিবন্ধীদের মানসিক শক্তি, সাংস্কৃতিক প্রতিভা এবং সামাজিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে তাদের এই আয়োজন। সুরসুধা সঙ্গীতায়ন এক যুগেরও বেশি সময়  ধরে দৃষ্টি প্রতিবন্ধীদের সাংস্কৃতিক বিকাশ, আত্মবিশ্বাস বাড়ানো এবং মূলধারার সমাজে অন্তর্ভুক্তির লক্ষ্যে নানা কর্মসূচি পরিচালনা করে আসছে।

শাহাবুদ্দিন দোলন বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীরা আমাদের দেশের সম্পদ। তাদের সৃজনশীলতা, প্রতিভা ও মানসিক দৃঢ়তা আমাদের সমাজকে সমৃদ্ধ করে তোলে। তাই তাদের প্রতিভা ও সাফল্যকে জাতীয় অগ্রগতির অংশ হিসেবে মূল্যায়ন অত্যন্ত জরুরি’।

অনুষ্ঠানে দেশজুড়ে আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধীদের সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী ও অংশগ্রহণকারীদের পরিবেশনা সবাইকে অভিভূত করে।

অনুষ্ঠানে আরও অংশ নেন সুরসুধা সঙ্গীতায়নের সদস্য মীর আজিজুল হক আপন, ইসমে আজম, ড. মাশরুরা শফিক স্বপ্না ও মো. মিলন হোসেন।

সংগঠনের যাবতীয় প্রয়োজনীয় নথি ও ছবি সংরক্ষণে সুরসুধা সঙ্গীতায়নকে পোর্টেবল হার্ডডিস্ক দেন অন্তরা দাস। 

 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার