চুল ঘন, ঝলমলে আর স্বাস্থ্যকর করতে জবাফুল
জানুন তেল ও মাস্ক ব্যবহারের সহজ পদ্ধতি
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৫:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

চুলের সৌন্দর্য রক্ষা করতে যুগ যুগ ধরে ভেষজ উপাদান ব্যবহার হয়ে আসছে। এর মধ্যে জবাফুল বা হিবিস্কাস অন্যতম কার্যকর প্রাকৃতিক উপাদান। এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ই ও সি, যা মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ায় এবং ফলিকলকে পুষ্টি জোগায়। ফলে চুল ঝরে পড়া, আগেভাগে পাকা এবং রুক্ষতা অনেকাংশে রোধ করা যায়। নিয়মিত জবাফুল ব্যবহার করলে চুল হয় ঘন, মসৃণ ও ঝলমলে।
জবাফুলের গুণাগুণ
কেরাটিন উৎপাদন বাড়ায়, যা চুলকে মজবুত করে।
রক্তসঞ্চালন উন্নত করে, ফলে চুল দ্রুত বাড়ে।
ভিটামিন ই ও সি মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করে।
অকালপক্বতা কমাতে সহায়ক।
জবাফুলের তেল তৈরির সহজ রেসিপি
১. একটি পাত্রে সামান্য পানি ফুটিয়ে কয়েকটি তাজা জবাফুল দিন।
২. পানি ফুটে রঙ পরিবর্তন হলে নামিয়ে ঠান্ডা করুন।
৩. ছেঁকে নিয়ে সম পরিমাণ নারকেল তেলের সঙ্গে মেশান। চাইলে অলিভ অয়েলও ব্যবহার করা যায়।
৪. স্নানের এক ঘণ্টা আগে মাথায় ভালোভাবে লাগান, তারপর শ্যাম্পু করে ফেলুন।
এটি বিশেষত কোঁকড়া চুল ও শুষ্ক মাথার ত্বকের জন্য কার্যকর।
জবাফুলের মাস্ক
১. কয়েকটি জবাফুল ভালোভাবে ধুয়ে মিক্সারে পেস্ট বানান।
২. একটি অ্যালোভেরা পাতার ভেতরের জেল বের করে নিন।
৩. জবা ফুলের পেস্ট ও অ্যালোভেরা জেল মিশিয়ে মসৃণ প্যাক তৈরি করুন।
৪. আধঘণ্টা মাথায় রেখে শ্যাম্পু করুন।
এটি তৈলাক্ত মাথার ত্বক ও পাতলা চুলে উপকারী।
চুলের ঘনত্ব, স্বাস্থ্য এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরাতে জবাফুল এক অসাধারণ ভেষজ সমাধান। নিয়মিত তেল বা মাস্ক ব্যবহার করলে সহজেই পাওয়া যায় ঘন, শক্ত ও ঝলমলে চুল।