শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

শারদীয় দুর্গাপূজা আয়োজন নিয়ে কে ক্র্যাফট

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৬:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা আয়োজন নিয়ে কে ক্র্যাফট

আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পাঁচ দিন…
কড়া নাড়ছে সনাতনীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতনী বাঙালিরা ধর্মীয় আচার-বিধি এবং ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকে এই উৎসব। কথিত আছে রাম-রাবণ যুদ্ধের সময় যুদ্ধে বিজয় পাওয়ার জন্য শ্রী রাম দেবী দুর্গার পূজা করেছিলেন। তখন ছিল আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা করেছিলেন তিনি। তখন থেকেই সামঞ্জস্যপূর্ণ নানা পোশাক ও অনুষাঙ্গর মিশেলে সেজে উঠবার রীতি বহু শতাব্দীর। তাই পূজাকে কেন্দ্র করে  চলছে নানা আয়োজনের প্রস্তুতি।

কেমন পোশাক কে ক্র্যাফটের
বর্ণিল সাজে সেজেছে এবারের কে ক্র্যাফটের পূজার ডালি। নিয়ে এসেছে বৈচিত্র্যময় ট্রেন্ডি পোশাক।

পোশাকের ভিন্নতার প্রসেঙ্গ প্রধান নির্বাহী শাহনাজ খান বলেন, “আমরা এবারের পোশাকে কাট ও প্যাটার্নে ভিন্নতা এনেছি। ক্ল্যাসিক লুকের সঙ্গে রেট্রো লুকের মিশ্রণ পোশাকে আনবে নতুন মাত্রা। এছাড়া ট্রেডিশনাল প্যাটার্ন তো থাকছেই।”

তিনি আরও বলেন, শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, আনস্টিচড থ্রি-পিস, রেগুলার ও ফিটেড পাঞ্জাবি, এথনিক শার্ট, ফতুয়া, ফ্রক, লেহেঙ্গা সেট পোশাকের অনুষঙ্গে থাকছে জুয়েলারি এবং অন্যান্য উপহার সামগ্রী।

পোশাক পরিচ্ছদের বৈচিত্র্যতা
বৈচিত্র্যময় আবহাওয়ার কারণে পোশাকের জন্য ঠিকঠাক কাপড় হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্ণধার খালিদ মেহমুদ খান বলেন, “ফ্যাব্রিক নির্বাচনে ঋতুর কথা মাথায় রেখে এবার প্রাধান্য দিয়েছি কটন, হ্যান্ডলুম কটন, ভয়েল, জ্যাকার্ড কটন, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, সিল্ক, অরগাঞ্জা ফেব্রিক; যা আরামদায়ক এবং আকর্ষণীয়। কাঁথা, পেইসলে, ইজনিক, ট্র্যাডিশনাথা, ওরিয়েন্টাল, ফ্লোরালসহ মিক্সড মোটিফের অনুপ্রেরণায় সাজানো শারদীয় কালেকশন।“

হাতের কাজ ও রঙের মিশেল
রেড, হোয়াইট, অফ-হোয়াইট, অরেঞ্জ, মেরুন, ম্যাজেন্টা, ব্রিক রেড, কোরাল পিঙ্ক, পার্পল, ব্রাউন, পিঙ্ক,  নেভীর বিভিন্ন শেডের কাপড়ে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট এবং কারচুপির কাজের ব্যবহারে। কাট এবং প্যাটার্নের ভিন্নতার কারণে দৃষ্টিনন্দন হয়েছে পূজার পোশাক।

পোশাকগুলো অনলাইনে পেতে kaykraft.com-এ যোগাযোগ করার ব্যবস্থাও রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন